রবিবার ● ১৭ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » রাজনীতি » ডুমুরিয়ায় ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রভাষক গোবিন্দ ঘোষ প্রচার প্রচারণায় এগিয়ে
ডুমুরিয়ায় ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রভাষক গোবিন্দ ঘোষ প্রচার প্রচারণায় এগিয়ে

ডুমুরিয়া প্রতিনিধি।
আসন্ন ডুমুরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচার প্রচারণায় রয়েছে উপজেলা যুবলীগের আহাবায়ক যুবলীগ নেতা প্রভাষক গোবিন্দ ঘোষ। সম্প্রতি তিনি উপজেলার ১৪টি ইউনিয়নে নেতাকর্মীদের নিয়ে ব্যাপক গনসংযোগ করছেন। উপজেলার সাধারণ মানুষ সৎ, শিক্ষিত ও উন্নয়ন বান্ধব ব্যক্তিকে ভাইস চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। সেক্ষেত্রে আঁঠারমাইল বিএম কলেজের প্রভাষক গোবিন্দ ঘোষ বেশ এগিয়ে আছেন বলে দলের সিনিয়র নেতৃবৃন্দ সহ অনেকেই মনে করছেন। ছাত্রজীবনে রাজনীতিতে পদার্পন করে ১৯৯২ সালে আটলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ১৯৯৮ সালে সভাপতি এবং ২০১৮ সালে উপজেলা যুবলীগের আহবায়ক নির্বাচিত হন তিনি। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও খুলনা জেলা ছাত্রলীগের স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। তিনি যশোর মাইকেল মধুসুধন কলেজ থেকে অর্থনীতিতে মাস্টার্স পাশ করেন। ২০০৩ সালে আঠারোমাইল কলেজে অর্থনীতির প্রভাষক হিসেবে যোগদান করে বেশ সুনামের সাথে শিক্ষকতা পেশায় নিয়োজিত রয়েছেন।
এ ব্যাপারে প্রভাষক গোবিন্দ ঘোষ বলেন, শৈশব থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রেনিত হয়ে দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবে এবং স্থানীয় সংসদ সদস্য বাবু নারায়ন চন্দ্র চন্দের দিক নির্দেশনানুযায়ী মানুষের সেবায় কাজ করছি। যুব সমাজকে আদর্শ ভিত্তিক মুক্তিযুদ্ধের সংগঠনে রূপান্তর করতে সব সময় চেষ্টা করি। বিএনপি জামায়াত সরকারের আমলে একাধিক রাজনৈতিক মামলায় নির্যাতনের শিকার হলেও এক বিন্দু জনগনের পাশে এবং রাজনীতির আদর্শ থেকে বিচ্ছিন্ন হয়নি তিনি। তিনি আরও বলেন নির্বাচিত হলে প্রথমেই সমাজ থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও ভুমিদস্যুদের উৎখাত করবো। পাশাপাশি ডুমুরিয়া উপজেলাকে উন্নয়নের মডেলে রুপান্তরিত করবো।






ইউপি সদস্য থেকে এমপি প্রার্থী
নড়াইল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী নাগিব হোসেনের নির্বাচনী পথসভা ও মিছিল
দেশ নিয়ে থাকবো দেশের উন্নয়ন করবো - ডা. শফিকুর রহমান
পাইকগাছায় জামায়াতের প্রার্থী মাওঃ আবুল কালাম আজাদের ইট-ভাটা শ্রমিকদের সাথে মতবিনিময়
শ্রীপুরে গণভোটের পরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা
মাগুরায় জামায়াতে নির্বাচনী প্রচারণা মিছিল ও গণ সংযোগ শুরু
মাগুরায় ১০ দলীয় ঐক্য জোটের সংবাদ সম্মেলন
আগামী বাংলাদেশ হোক সাম্প্রদায়িক সম্প্রীতির -সু প্রদীপ চাকমা
মাগুরায় সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তোরণ শীর্ষক সুজনের গোলটেবিল বৈঠক
মাগুরায় দুটি আসনে ১১ প্রার্থীর মনোনয়ন বৈধ; বাতিল ৪ 