সোমবার ● ২ মার্চ ২০২০
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় শাহিনের ইটভাটা দুই ভাই জবর দখলে রাখার ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।
পাইকগাছায় শাহিনের ইটভাটা দুই ভাই জবর দখলে রাখার ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
পাইকগাছা থানার শালিসের সিদ্ধান্ত উপেক্ষা করে জিয়াদুল ও রেজাউল দুই ভাই এনএসবি ইট ভাটা জবর দখল করে রাখার পায়তারা করছে বলে অভিযোগ হয়েছে। গতকাল সোমবার ইটভাটা ছেড়ে দেওয়ার কথা থাকলেও ভাটা না ছাড়ায় ভাটার মালিকের স্ত্রী সোনালী বেগম থানায় সাধারণ ডায়েরী করেছেন। যার নম্বর ৮০।
অভিযোগ সূত্রে জানাগেছে, পাইকগাছা উপজেলার পুরাইকাটীতে শাহিনুর রহমানের এনএসবি ব্রিকস নামে একটি ইট-ভাটা রয়েছে। ভাটা পরিচালনা করতে গিয়ে কয়েক বছরে তিনি প্রায় ৩ কোটি টাকার ঋণগ্রস্থ হয়ে পড়ে। এর মধ্যে পাওনাদার রেজাউল ইসলাম ও জিয়াদুল ইসলাম শাহিনের নিকট প্রায় ২৮ লাখ ৩০ হাজার টাকা পাবে। পুরাইকাটী গ্রামের এজাহার শেখের পুত্র রেজাউল ইসলাম সেনাবাহিনীতে চাকুরিরত ও তার ভাই জিয়াদুল ইসলাম যুবলীগনেতা। তারা দুই জন শাহিনকে তার বাড়ী লিখে দিলে ২০ লক্ষ টাকা টাকা দিবে ভাটা পরিচালনা করার জন্য এবং ভাটা পরিচালনা করে তাদের ঋণ পরিশোধ করার প্রস্তাব দেয়। তার স্বামী প্রথমে রাজি না হলেও তাদের চাঁপে বাড়ী লিখে দিলেও কোন টাকা দেয়নি। পরবর্তীতে শাহিনকে ভয়ভীতি ও পেশি শক্তির বলে জোরপূর্বক ভাটার পার্টানারশীপ লিখে নেয়। তার পরে রেজাউল ও জিয়াদুল শাহিনকে জানায় ভাটার একটি মিল দিলে ১২ লক্ষ ইট পুড়িয়ে তাদের পাওনা টাকা উঠিয়ে নিয়ে চলে যাবে। কিন্তু জিয়াদুল ও রেজাউল ভাটায় একটি মিল নেওয়ার পর থেকে বিভিন্ন অপকৌশল অবলম্বন করে ভাটার আরো দুটি মিল দখল করে পুরা ভাটা পরিচালনা করছে। এতে বাকী পাওনাদাররা টাকা ফেরত না পেলে পথে বসার উপক্রম হবে। সে জন্য ভাটা মালিকের স্ত্রী ভাটা সংক্রান্ত বিষয় সুষ্ঠ সমাধান করে দুইশতাধিক পাওনাদারদের বিনিয়োগকৃত টাকা ফেরত দিতে পারে তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। থানার শালিসী বৈঠকে গত ২৭ ফেব্রুয়ারী বৃহষ্পতিবার ভাটা ছেড়ে দেওয়ার কথা থাকলেও বৃষ্টি অজুহাত দিয়ে থানা থেকে তিন দিনের সময় নিয়ে গতকাল সোমবার ভাটা ছেড়ে দেওয়ার কথা থাকলেও তারা ভাটা জবর দখলে রেখেছে। এর ফলে উক্ত ভাটায় প্রায় দুইশতাধীক ব্যক্তির বিনিয়োগকৃত প্রায় ৩ কোটি টাকা ফেরত না পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ ব্যাপারে থানার ওসি এমদাদুল হক শেখ জানান, ২/১ দিনের মধ্যে পাওনাদাররা যাতে ভাটা পরিচালনা করে তাদের বিনিয়োগকৃত টাকা ফেরত পেতে পারে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।






পাইকগাছায় মেয়ে ও মাকে নির্মমভাবে মারধর; থানায় অভিযোগ
পাইকগাছা পৌর সদরে কাঠ পুড়িয়ে চিংড়ি শুকানোর ধোঁয়ায় অতিষ্ঠ এলাকাবাসী
পাইকগাছার দুই ডাকাত কেশবপুরে আটক; থানায় মামলা
মাগুরায় সালিশি বৈঠককে কেন্দ্র করে হাতুড়ি পেটায় এক ব্যক্তি নিহত
মাগুরায় ভেজাল শিশু খাদ্য জব্দ ; দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা
মাগুরায় মাদকের টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে জখম
পাইকগাছায় স্কুল ছাত্রী গনধর্ষনের শিকার থানায় মামলা; গ্রেফতার-১
আবারও পাইকগাছায় নদী থেকে লাশ উদ্ধার
পাইকগাছার নদ-নদী থেকে একের পর এক লাশ উদ্ধারের ঘটনায় জনমনে আতঙ্ক ছড়াচ্ছে
পাইকগাছায় নদী থেকে লাশ উদ্ধার 