শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

SW News24
সোমবার ● ২০ জুলাই ২০২০
প্রথম পাতা » রাজনীতি » যশোর-৬ সংসদীয় আসন দুই যুগেরও বেশী সময় ধরে আ.লীগের দখলে
প্রথম পাতা » রাজনীতি » যশোর-৬ সংসদীয় আসন দুই যুগেরও বেশী সময় ধরে আ.লীগের দখলে
৫৮৮ বার পঠিত
সোমবার ● ২০ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যশোর-৬ সংসদীয় আসন দুই যুগেরও বেশী সময় ধরে আ.লীগের দখলে

---

এম. আব্দুল করিম, কেশবপুর (যশোর) প্রতিনিধি :
সম্প্রতি উপ-নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শাহীন চাকলাদার বিপুল ভোটে বিজয়ী হওয়ার মধ্য দিয়ে যশোর-৬ সংসদীয় আসনটি দুই যুগ ধরে ক্ষমতাসীনদের দখলে রয়েছে। ১৯৯৬ সাল থেকে এ আসনটি আওয়ামীলীগের ঘাঁটি হিসেবে পরিণত হয়েছে।
গত ২১ জানুয়ারি ইসমাত আরা সাদেকের মৃত্যুর পর যশোর-৬ (কেশবপুর) আসনটি জাতীয় সংসদে ২৮ জানুয়ারি শূন্য ঘোষণা করা হয়। তার মৃত্যুর পর উপজেলা আওয়ামীলীগকে সুসংগঠিত করতে কেশবপুরের মাটিতে শাহীন চাকলাদারের বিকল্প নেই- এমনটিই মনে করছিলেন উপজেলা আওয়ামীলীগ। তাই গত ১১ ফেব্রুয়ারি কেশবপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির সভায় উপস্থিত সকলের সম্মিলিত সিদ্ধান্তে উপনির্বাচনে দলীয় মনোনয়নের জন্য শাহীন চাকলাদারের নাম চুড়ান্ত করে হাইকমান্ডে লিখিত প্রস্তাব পাঠানো হয়। কেশবপুরের রাজনৈতিক পেক্ষাপট বিবেচনা করে ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের সংসদীয় বোর্ডে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় যশোর-৬ সংসদীয় আসনের উপনির্বাচনে যশোর জেলা আওয়ামীলীগের সাধারণ স¤পাদক শাহীন চাকলাদারকে মনোনয়ন দিয়ে নির্বাচনের জন্য নৌকার প্রার্থী হিসাবে মনোনীত করে । এর আগে নির্বাচন কমিশনের কার্যালয় থেকে এ আসনে ২৯ মার্চ উপনির্বাচনের দিন ধার্য করে ১৬ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করা হয়। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে ২১ মার্চ এ আসনটির নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়। জুলাই মাসের ৪ জুলাই নির্বাচন কমিশন থেকে ফের ১৪ জুলাই নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা করেন। সর্বশেষ নির্বাচনে শাহীন চাকলাদার ১ লাখ ২ হাজার ৩ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তবে ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ২০২০ সালের ২১ জানুয়ারি পর্যন্ত যশোর-৬ (কেশবপুর) আসন ছিল সাদেক পরিবারের হাতের মুঠোয়। শুধুমাত্র এই সময়ের মধ্যে ২০০৮ সালের ৯ম জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (অভয়নগর, কেশবপুর উপজেলা ও মনিরামপুরের মনোহরপুর ইউনিয়ন) আসন থেকে আওয়ামী লীগ প্রার্থী শেখ আব্দুল ওহাব বিজয়ী হয়ে হুইপ নির্বাচিত হন। ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ইসমাত আরা সাদেক বিজয়ী হয়ে সংসদের সংসদ সদস্য নির্বাচিত হন। ১২ জানুয়ারি, ২০১৪ তারিখে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে নতুন সরকার গঠিত হলে তাকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব প্রদান করা হয়। পরবর্তীতে ১৫ জানুয়ারি, ২০১৪ তারিখ থেকে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। ২০১৮ সালের ৩০ জানুয়ারি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে নৌকা প্রতীক নিয়ে ইসমাত আরা সাদেক জয়লাভ করেন। ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন এ.এস.এইচ.কে সাদেক। ১৯৯৬ সালের ২৩ জুন মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে শপথ নেন এবং শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব লাভ করেন। এ.এস.এইচ.কে সাদেক ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। এ সময় তিনি সরকারি হিসাব এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় স¤পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন। ১৯৯৬ সালের পূর্বে এই আসন থেকে ১৯৯১ সালে অনুষ্ঠিত নির্বাচনে জামায়াতের প্রার্থী মাওলানা সাখাওয়াত হোসাইন জয়ী হন। ১৯৮৮ সালের নির্বাচনে জয়ী হন জাতীয় পার্টির আবদুল কাদের। ১৯৮৬ সালে কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল হালিম দলীয় মনোনয়ন লাভে ব্যর্থ হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে বিজয়ী হন এবং ১৯৭৯ সালের সংসদ নির্বাচনে নির্বাচিত হন বিএনপির প্রার্থী গাজী এরশাদ আলী।





রাজনীতি এর আরও খবর

শ্রীপুর দ্বারিয়াপুরের পীর সাহেবের মাজার জিয়ারত করলেন বিএনপির নেতৃবৃন্দ শ্রীপুর দ্বারিয়াপুরের পীর সাহেবের মাজার জিয়ারত করলেন বিএনপির নেতৃবৃন্দ
পাইকগাছায় বিভিন্ন পূজামন্ডপে বিএনপির সিসি ক্যামেরার প্রদান পাইকগাছায় বিভিন্ন পূজামন্ডপে বিএনপির সিসি ক্যামেরার প্রদান
১৬ বছর মানুষ ভোটের অধিকার পায়নি  -পথসভায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ১৬ বছর মানুষ ভোটের অধিকার পায়নি -পথসভায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী
পাইকগাছায় মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম রফিকের ৩১ দফার লিফলেট বিতরন ও পথসভা অনুষ্ঠিত পাইকগাছায় মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম রফিকের ৩১ দফার লিফলেট বিতরন ও পথসভা অনুষ্ঠিত
পাইকগাছা পৌর বিএনপির দ্বি বার্ষিক নির্বাচনে সভাপতি আসলাম- সম্পাদক সেলিম পাইকগাছা পৌর বিএনপির দ্বি বার্ষিক নির্বাচনে সভাপতি আসলাম- সম্পাদক সেলিম
পাইকগাছা পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ৩ পদে ৭ প্রার্থী পাইকগাছা পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ৩ পদে ৭ প্রার্থী
পাইকগাছা পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ৩ পদে ৭ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ ও জমা পাইকগাছা পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ৩ পদে ৭ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ ও জমা
মাগুরায় মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত মাগুরায় মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পাইকগাছা পৌর বিএনপির আয়োজন বৃক্ষ রোপণ কর্মসূচি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পাইকগাছা পৌর বিএনপির আয়োজন বৃক্ষ রোপণ কর্মসূচি
নড়াইলের কালিয়ায় একই মঞ্চে বিএনপির ৬ মনোনয়ন প্রত্যাশী নড়াইলের কালিয়ায় একই মঞ্চে বিএনপির ৬ মনোনয়ন প্রত্যাশী

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)