সোমবার ● ৫ জুলাই ২০২১
প্রথম পাতা » অপরাধ » যৌতুকের মামলায় পাইকগাছার আসাদ গ্রেফতার
যৌতুকের মামলায় পাইকগাছার আসাদ গ্রেফতার
কপিলমুনি প্রতিনিধিঃ প্রলোভন দেখিয়ে বিয়ের পর অর্থ হাতিয়ে নিয়ে দীর্ঘদিন পালাতক থাকা আসাদকে যৌতুকের মামলায় গ্রেফতার করেছে পাইকগাছা থানা পুলিশ। যৌতুক নিরোধ আইনের-০৩ ধারায় ভুক্তভোগী নারীর মামলায় তাকে গ্রেফতার পূর্বক সংশ্লিষ্ট তানোর থানায় হস্থান্তর করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন থানা পুলিশ। যার মামলা নং- সি আর ১১০/২১। মামলা ও পুলিশ সূত্রে জানায়ায়, খুলনা জেলা পাইকগাছা উপজেলার সরল গ্রামের আসাদুল ইসলাম আসাদ বেশ কিছুদিন রাজশাহী জেলায় থাকাকালীন তারোন উপজেলার এক নারীর সঙ্গে সখ্যতা গড়ে তুলে। একপর্যায়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার সাথে পরিণয়ে মিলিত হয়। এরপর বিভিন্ন কৌশল অবলম্বন করে সহজ সরল ঐ নারীকে ভুল বুঝিয়ে তার কাছ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়ে যোগাযোগ বিছিন্ন পূর্বক নিরুদ্দেশ হয় সে। বেশ কিছুদিন পর ভুক্তভোগী নারী আসাদের দ্বারা প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পারেন। পরিশেষে কোন উপায়ন্ত না পেয়ে সংশ্লিষ্ট তারোন থানায় যৌতুক নিরোধ আইনের-০৩ ধারায় একটি মামলা করেন ভুক্তভোগী ঐ নারী। যার মামলা নং-১১০/২১। সর্বশেষ ঘটনায় মামলার সূত্র ধরে তানোর থানার ওয়ারেন্ট ম্যাসেজের ভিত্তিতে পাইকগাছা থানা পুলিশের (ওসি) এজাজ শফীর নির্দেশে এএসআই নাজমুল হোসেন বৃহস্পতিবার (১লা জুলাই) রাত আনুমানিক ১০ টার দিকে সরল গ্রামে অভিযান চালায়। এসময় তার নিজ বাড়ী থেকে আসাদুল ইসলাম আসাদকে আটক করে পুলিশি হেফাজতে নেয়। আটক পরবর্তী তাকে রাজশাহী জেলার তানোর থানায় হস্থান্তর করেছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন পাইকগাছা থানা পুলিশ।






পাইকগাছায় নদীর চর থেকে হাত-পা বাঁধা অবস্থায় যুবককে উদ্ধার
বাসে অজ্ঞান পার্টির খপ্পরে শ্রমিক; আটক অজ্ঞান পার্টির সদস্য
পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় ভিক্ষুক সোহরাব আলীর মর্মান্তিক মৃত্যু
নড়াইলের কালিয়ায় দুই শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ, সহকর্মীদের মারধর !
পাইকগাছায় ভেজাল বিরোধী অভিযানে ২ ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা
কেশবপুরে মাদক ও পুলিশের পোশাকসহ একজন আটক
মাগুরার বলু গ্রামে লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন
পাইকগাছায় মেয়ে ও মাকে নির্মমভাবে মারধর; থানায় অভিযোগ
পাইকগাছা পৌর সদরে কাঠ পুড়িয়ে চিংড়ি শুকানোর ধোঁয়ায় অতিষ্ঠ এলাকাবাসী
পাইকগাছার দুই ডাকাত কেশবপুরে আটক; থানায় মামলা 