শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ৪ জুন ২০২৩, ২১ জ্যৈষ্ঠ ১৪৩০

SW News24
বুধবার ● ২৩ নভেম্বর ২০২২
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় অনারারী ক্যাপ্টেন অবঃ মোহন লাল দাশের জমি জবর দখল; থানায় অভিযোগ
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় অনারারী ক্যাপ্টেন অবঃ মোহন লাল দাশের জমি জবর দখল; থানায় অভিযোগ
২৬৭ বার পঠিত
বুধবার ● ২৩ নভেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় অনারারী ক্যাপ্টেন অবঃ মোহন লাল দাশের জমি জবর দখল; থানায় অভিযোগ

  পাইকগাছার রাড়ুলী মৌজায় অনারারী ক্যাপ্টেন অবঃ মোহন লাল দাশের পৈত্রিক ও ক্রয়কৃত ভোগ দখলীয় জমি জবর দখলের ঘটনা ঘটেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, ২১ নভেম্বর সোমবার আনুঃ সকাল ৭টায় বিবাদীগণ মোহন লালের ভোগ দখলীয় সম্পত্তিতে দেশীয় অস্ত্র, দা-লাঠি, সাবল, কুড়াল, ঘর বাঁধার টিন, খুঁটি, সিমেন্ট নিয়ে ঘর নির্মান করতে থাকে। এ সময় মোহন লাল তাদের কাজে বাঁধা দিতে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে খুন জখমের হুমকি দেয়। এ ঘটনায় মোহন লাল দাশ বাদী হয়ে দখলকারী আশিষ কুমার দাশ, নাজমা বেগম, মোঃ আতিয়ার রহমান সরদার, লতিফ সরদার ও অসীম কুমার দাশের নামে থানায় অভিযোগ করেছেন।

বাদী জানান, রাড়ুলী মৌজায় হাল বিআরএস ৪৪৪৭নং দাগে ২৭ শতকের মধ্যে ১৮ শতক ও বিআরএস ৪৪৪৮নং দাগে ৫১ শতকের মধ্যে ৩৪ শতক এর মালিক বাদী মোহন লাল দাশ। উক্ত জমির উত্তর পাশে বাদী দীর্ঘদিন যাবৎ শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করছে এবং আশিষ কুমার দাশ দক্ষিণ পাশে ভোগ দখল করছে। সম্প্রতি আশিষ কুমার দাশ নাজমা বেগমের কাছে ৯ শতক জমি বিক্রয় করে। বিবাদীগণ মোহন লাল দাশের ভোগ দখলীয় জমি জবর দখল করে ঘরবাড়ী নির্মান করেছে। এ বিষয়ে বিবাদী আশিষ কুমার দাশের মোবাইলে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। এ বিষয়ে থানা ওসি মোঃ জিয়াউর রহমান জানান, অভিযোগ পেয়েছি, আইনশৃঙ্খলা বজায় রাখায় জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে কাজ বন্ধ করতে বলা হয়েছে। এ বিষয়টি স্থানীয় চেয়ারম্যান উভয় পক্ষকে ডেকে সমাধান--- করার কথা। বিষয়টি সমাধাণ না হলে আইনশৃঙ্খলা বজায় রাখতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)