শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

SW News24
বুধবার ● ২০ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » কৃষি » নড়াইলে ঋষি পরিবারের মাঝে ৪০টি ছাগল বিতরণ
প্রথম পাতা » কৃষি » নড়াইলে ঋষি পরিবারের মাঝে ৪০টি ছাগল বিতরণ
১৪১ বার পঠিত
বুধবার ● ২০ সেপ্টেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে ঋষি পরিবারের মাঝে ৪০টি ছাগল বিতরণ

 

ফরহাদ খান, নড়াইল ; ---নড়াইলে ২০টি দুঃস্থ ঋষি পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়ন পরিষদ চত্বরে ২০জন নারীকে দু’টি করে ৪০টি ছাগল বিতরণ করা হয়।


বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় এবং নেবারলী অর্গানাইজেশন ফর ভলান্টারি অ্যাক্টিভিটিসের (নোভা) আয়োজনে ছাগলগুলো বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শারমিন আক্তার। সভাপতিত্ব করেন আউড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম পলাশ।

বিশেষ অতিথি ছিলেন-সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার রোকনুজ্জামান, নোভার নির্বাহী পরিচালক সুবীর কুমার বোস, ইউপি সদস্য আব্বাস উদ্দিন খান, দীপ্তসমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শরীফ তুকরোল আমিন, প্রগতি মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী ইতিকা মল্লিকসহ অনেকে।

অনুষ্ঠানে উপকারভোগীদের নিয়ে ছাগল লালন-পালনের ওপর সংক্ষিপ্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।  

আউড়িয়া গ্রামের লাকি, অঞ্জনা, পারুল ও স্বপ্না বিশ্বাসসহ উপকারভোগীরা জানান, ছাগল পালনের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন তারা। দু’টি ছাগল দিয়ে ধীরে ধীরে খামার গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন উপকারভোগী নারীরা।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)