শনিবার ● ২৩ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » রাজনীতি » বটিয়াঘাটায় নৌকার নির্বাচনি জনসভা
বটিয়াঘাটায় নৌকার নির্বাচনি জনসভা
মোঃ ইমরান হোসেন, বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি :- খুলনা -১ আসনের আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাবেক এমপি ননী গোপাল মন্ডল বলেছেন, বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন বোর্ড আমাকে খুলনা-১ আসনে নৌকা প্রতীকে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন দিয়েছেন । আমার এ
মনোনয়ন দকোপ ও বটিয়াঘাটা উপজেলা বাসির সকলের মনোনয়ন । আ’লীগ ক্ষমতায় থাকলে এদেশের সাধারণ মানুষ ভালো থাকে এবং সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটে । দেশের এ বিশাল উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় নৌকায় ভোট দিয়ে আ’লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে নৌকায় ভোট জয়যুক্ত করতে হবে । আর এ জন্য তৃণমূলের নেতাকর্মীদের অগ্ৰণী ভূমিকা রাখতে হবে । ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোটার উপস্থিতি নিশ্চিত করতে হবে । গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৩ টায় জলমা ইউনিয়ন আ’লীগের আয়োজনে স্থানীয় জলমা-চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগের দলীয় প্রার্থী ননী গোপাল মন্ডলের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন । জলমা ইউনিয়ন আ’লীগের সভাপতি নারায়ন চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান । বিশেষ অতিথি খুলনা জেলা আ’লীগের সহ-সভাপতি নিমাই চন্দ্র রায়, জেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নবকুমার চক্রবর্তী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক দিলীপ হালদার, জেলা আ’লীগের সদস্য নান্টু রায়,ও বুলু রায় গাঙ্গুলী,দাকোপ উপজেলা আ’লীগের সভাপতি আল, আলহাজ্ব আবুল হোসেন, সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, ভাইস চেয়ারম্যান গৌর পদ বাছাড়, ব. অচিন্ত্য কুমার রায় । জলমা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোল্লা মিজানুর রহমান বাবু ও সুজয় মন্ডলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আ’লীগ নেতা চয়ন বিশ্বাস,রাজ কুমার রায়, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবু হানিফ, জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ আলম, আ’লীগ নেতা অরবিন্দ গোলদার,মুন্নাফ বিশ্বাস, সুবীর মল্লিক, নিতিশ মল্লিক,পলাশ রায়, ইউপি চেয়ারম্যান যথাক্রমে বিধান রায়, পল্লব বিশ্বাস রিটু, জিএম মিলন, মোঃ ওবায়দুল শেখ, আসাবুর রহমান আসাব প্রমূখ ।






মাগুরায় জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারনা মিছিল
কোন জোট ছাড়া জাতীয় নির্বাচনে জাপা অংশ নিবেনা- কেন্দ্রীয় জাপানেতা মোস্তফা কামাল জাহাঙ্গীর
গদাইপুর ইউনিয়ন কৃষক দলের সাবেক সভাপতি জবেদ গাজীর বহিষ্কারাদেশ প্রত্যাহার
মাগুরায় লাখো মানুষের অংশগ্রহণ খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল
মাগুরায় বাসদের প্রতিষ্ঠাবার্ষিকীতে লাল পতাকা র্যালী ও আলোচনা সভা
নড়াইল-২ আসনে ধানের শীষে জর্জের মনোনয়ন দাবিতে বিশাল গণমিছিল
খুলনা -৬ আসনে ধানের শীষকে বিজয়ী করতে এমপি প্রার্থী বাপ্পীর সাথে এনামুল হকের ঐক্য
মাগুরা-২ আসনে জামাতের প্রার্থী এমবি বাকেরের বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা
পাইকগাছায় সনাতনীদেরসাথে মতবিনিময় সভা; সবাই মিলে স্বাধীনতার মূলবোধ প্রতিষ্ঠা করতে চাই - বাপ্পী
নড়াইল-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জর্জের গণসংযোগ 