শনিবার ● ৩০ মার্চ ২০২৪
প্রথম পাতা » কৃষি » আধুনিক প্রযুক্তির ব্যবহার কৃষকের ফসল মাঠে কর্তন ; মাঠেই বিক্রি
আধুনিক প্রযুক্তির ব্যবহার কৃষকের ফসল মাঠে কর্তন ; মাঠেই বিক্রি
শাহীন আলম তুহিন ,মাগুরা :
মাগুরায় আধুনিক প্রযুক্তির মেশিন হারভেষ্টটার ব্যবহার করে চলছে ফসল কর্তন ও মাড়াইয়ের কাজ । এ কাজে স্বল্প পরিশ্রম ও কম সময়ের মধ্যে ক্ষেতের ফসল ক্ষেতেই কর্তন ও মাড়াইয়ের কাজ করা যায় । চলতি গম মৌসুমে মাগুরা সদরের বিভিন্ন মাঠে গিয়ে দেখা গেছে এ চিত্র ।
সরজমিন শনিবার সকালে সদরের হাজীপুর ইউনিয়নের বিভিন্ন মাঠে গিয়ে দেখা গেছে , আধুনিক প্রযুক্তির মেশিন হারভেষ্টটার ব্যবহার করে বিভিন্ন মাঠে চলছে গম কাটা ও মাড়াইয়ের কাজ ।এ এলাকার অধিকাংশ কৃষকই এখন এ মেশিনের সাহায়্যে ফসল কাটা ও মাড়াইয়ের কাজ করছেন ।
মাগুরা সদরের হাজাীপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের এক কৃষক ওহিদুর ইসলাম লিটু বলেন,আমার এবার চলতি মৌসুমে ৫ বিঘা জমিতে গমের আবাদ করেছি । এ বছর আবহাওয়া অনুকুলে থাকলেও মাঝে মাঝে বৃষ্টি হওয়ায় গমের ফলন একটু কম হয়েছে । আগে গম কাটতে প্রতি বিঘা জমিতে আমার ৪ জন শ্রমিক লাগতো । এ শ্রমিক বাবদ আমার ২ হাজার টাকা খরচ হতো । সারাদিন ধরেই চলতো গম কাটা ও মাড়াইয়ের কাজ কিন্তু বর্তমানে আধুনিক প্রযুক্তির মেশিন হারভেষ্টটার ব্যবহার করে আমি স্বল্প সময়ের মধ্যেই গম কাটতে সক্ষম হচ্ছি । ক্ষেতের ফসল ক্ষেতেই কর্তন ও মাড়াইয়ের সুবিধা থাকার কারণে আমাদেও ফসল খুব তাড়াতাড়ি ঘরে তুলতে পারছি ।প্রতি বিঘা জমিতে এ মেশিনে খরচ হচ্ছে ৭০ টাকা । আগে আমার শ্রমিক বাবদ যে টাকা খরচ হতো এখন স্বল্প খরচে আমি কম পরিশ্রমে ফসল ঘরে তুলতে পারছি । এ বছর আমি ২৫-৩০ মণ গম পাব বলে আশা রাখছি ।
সদরের লক্ষ্মীপুর গ্রামের কৃষক বলেন,এবছর আমি ৩ বিঘা জমিতে গম চাষ করেছি । এবার গমের ফসল ভালো । আশা করি ভালো ফসল পাব । বর্তমানে আমরা মেশিনের সাহায্যে গম কর্তন ও মাড়াইয়ের কাজ করছি । পূর্বে গম কাটার জন্য শ্রমিকের মুজুরি ছিল বেশি । আর সারাদিন কর্তন শেষে বাড়িতে নিয়ে চলতো মাড়াইয়ের কাজ ফলে বেশি দিন ও পরিশ্রম হতো খুব । বর্তমানে মেশিনের সাহায্যে গম কাটার ফলে আমরা খুব সুফল ভোগ করছি ।
সদরের কেষ্টপুর গ্রামের কৃষক তোজাম,হারেজ,বকুলসহ অন্যান্য কৃষকরা বলেন,এখন আমাদের ক্ষেতের ধান,গম,মুশুরি কাটা ও মাড়াইয়ের কাজ করছি মেশিনের সাহায্যে । এ কাজে আমাদের সময় ও শ্রম বাচঁছে । শ্রমিকের মুজুরি বর্তমানে খুবই বেশি । তাই আমরা ক্ষেতেই ফসল ক্ষেতেই কর্তন ও মাড়াইয়ের কাজ করে সুবিধা পাচ্ছি । আমাদেও গ্রামের অধিকাংশ কৃষকই এখন মেশিনের সাহায্যে ফসল কর্তন ও মাড়াইয়ের কাজ করছে । মেশিনে মাড়াইয়ের সুবিধা থাকায় অনেক সময় আমরা ক্ষেতের ব্যাপারিদেও কাছে ক্ষেতের ক্ষেত থেকেই বিক্রি করতে পারছি ।
জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে চলতি বছর জেলায় ৫ হাজার ৪৫০ হেক্টর জমিতে গম চাষ হয়েছে । যার মধ্যে সদরে ১ হাজার ৩৭৫ হেক্টর,শ্রীপুরে ২ হাজার ৫০ হেক্টর,শালিকায় ৩৩৫ হেক্টর ও মহম্মদপুর উপজেলায় ১৬৯০ হেক্টর জমিতে গমের চাষ হয়েছে । এবার গমের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২০ হাজার ২শত ৮৪ মেট্রিক টন ।






পাইকগাছায় হলুদ ফুলে ভরে গেছে সরিষার ক্ষেত
পাইকগাছায় আগাম বোরো আবাদের বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষক
কেশবপুরে তুলার আবাদে ভাগ্য বদলের স্বপ্ন দেখছে চাষীরা
মাগুরায় ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষক
পাইকগাছায় আমন ধান কাটা উৎসব শুরু
পাইকগাছায় আপনা আপনি জন্ম নেয়া একটি ডাট শাক ৯ ফুটের বেশী উচু হয়েছে
পাইকগাছায় হলুদ চাষে লাভবান হচ্ছেন কৃষক
কেশবপুরে ড্রাগন চাষে সাড়া ফেলেছেন তরুণ উদ্যোক্তা নান্টু সাহা
পাইকগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধানের বীজ বিতরণ
অগ্নিশ্বর কলা চাষে নজর কেড়েছেন অলক বিশ্বাস 