শুক্রবার ● ২০ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » খেলা » মাগুরায় মঘীর মাঠে ঘোড়া দৌড় ও গ্রামীণ মেলা
মাগুরায় মঘীর মাঠে ঘোড়া দৌড় ও গ্রামীণ মেলা

মাগুরা প্রতিনিধি : দীর্ঘ ১০ বছর পর মাগুরা সদরের মঘী দক্ষিণপাড়ার পূর্ব মাঠে গ্রাম-বাংলার ঐতিহাসিক ঘৌড় দৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার বিকালে মঘী ইউনিয়ন গ্রামবাসী এ ঘৌড় দৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলার আয়োজন করে। বিকালে ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অংশ মোট ৩২ টি চৌকশ ঘোড়া । মোট ৮টি ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । চুড়ান্ত দৌড়ে নড়াইল জেলার ঘোড়া ১ম স্থান,যশোরের বাঘারপাড়া ইন্দ্রনীলের ঘোড়া ২য় স্থান ও মহম্মদপুর পাল্লা শ্রীগ্রামের ঘোড়া ৩য় স্থান অর্জন করে। প্রতিযোগিতা শেষে মাগুরা জেলা বিএনপি’র সদস্য সচিব মনোয়ার হোসেন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক আলমগীর হোসেন,শাহেদ হাসান টগর,জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ,মঘী ইউনিয়ন বিএনপির সভাপতি আলতাফ হোসেন,সাধারণ সম্পাদক খায়রুজ্জামান সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন।
মঘী গ্রামের ষাটর্ধ্বো বয়সী কৃষক আক্কাস আলী বলেন,প্রায় ১০ বছর পর আমাদের গ্রামে হচ্ছে ঘোড়া দৌড় ও মেলা । দীর্ঘদিন পর মেলা হওয়ায় মানুষের ঢল নেমেছে এ গ্রামে। পাশাপাশি ঘোড়া দেখতে দৌড় দেখতে মঘী গ্রামের মানুষসহ পাশ্ববর্তী বিভিন্ন গ্রামের মানুষ এসেছে এখানে। মাগুরা সদরের মধ্যে মঘীর মাঠ সবচেয়ে বড় এবং দীর্ঘ। এ মাঠে পূর্বে জামজমকপূর্ণ ঘোড়া দৌড় ও মেলা হতো। যা দেখতে দূর-দূরান্তের মানুষের ঢল নামতো । আর দীর্ঘ দিন পরে মানুষের মনে আনন্দের জোয়ার বইছে ।
আয়োজক কমিটির প্রধান খায়রুজ্জামান সবুজ বলেন, দীর্ঘ ১০ বছর পর অনেক ঘাত-প্রতিঘাত পেরিয়ে আমরা মঘীর মাঠে ঘোড়া দৌড় ও মেলা করছি। এ মেলাকে ঘিরে মানুষের মনে আনন্দ উছ¦াস বইছে। ঘোড়া দৌড় প্রতিযোগিতায় মাগুরা ,যশোর, মহম্মদপুর, ঝিনাইদহ, শৈলকূপার ৩২টি ঘ্ড়োা অংশ নিয়েছে। পাশাপাশি বসেছে গ্রামীণ মেলা। এ মেলায় শিশুদের বিনোদনের জন্য নাগোরদোলা,চলন্ত ঘোড়া রয়েছে। নারীদের জন্য রয়েছে কসমেটিক স্টল,বিভিন্ন মিষ্টান্ন সামগ্রী,জিলাপী,নানা রকমের চানাচুর,আচারসহ বিভিন্ন রকমের বাহারী সব দোকান। রাতে এ মেলায় গ্রামসবাসীর জন্য থাকছে বিচার গান। আমরা এখন থেকে প্রতি বছর এ মেলার আয়োজন করার চেষ্টা করবো।






পাইকগাছা-কয়রার খেলোয়াড়রা আগামীতে জাতীয় দলে প্রতিনিধিত্ব করবে: এমপি প্রার্থী বাপ্পি
জুলাই শহীদ স্মৃতি মাগুরা ১ম বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধন; ভায়না ক্রিকেট একাডেমী জয়ী
মাগুরায় বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল ম্যাচে যশোর জেলা বিজয়ী
পাইকগাছার গদাইপুর ফুটবল মাঠে ঘোড়া গরুর মল ; বিঘ্নিত হচ্ছে খেলার পরিবেশ
নড়াইলের কালিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ৩২ দলীয় হা-ডু-ডু খেলার উদ্বোধন
পাইকগাছায় দুর্গাপূজায় কড়ুলিয়া নদীতে নৌকা বাইচ
খুলনায় জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল এর শুভ উদ্বোধন
মাগুরায় আন্ত : প্রেসক্লাব ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
পাইকগাছায় ইউএনও ফুটবল ও ভলিবল উভয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কর্মকর্তা একাদশ 