রবিবার ● ২৯ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » রাজনীতি » নড়াইলে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলির ঘটনায় ২৯ জনের নামে মামলা, অজ্ঞাত ৫০০
নড়াইলে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলির ঘটনায় ২৯ জনের নামে মামলা, অজ্ঞাত ৫০০

নড়াইল প্রতিনিধি ; নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলি ও মারধরের ঘটনায় জেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) সাবেক সভাপতি আশরাফুজ্জামান মুকুল, সদর উপজেলা শাখার বর্তমান সভাপতি আকাশ ঘোষ রাহুল, সিঙ্গাশোলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখ, লাহুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান দাউদ হোসেন, লাহুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল সালাম সিকদারসহ ২৯ জনের নামে আদালতে মামলা দায়ের হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ পলইডাঙ্গা গ্রামের শফিকুল ইসলাম বাদী হয়ে আদালতে মামলাটি দায়ের করেন। রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে সদর আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন আবেদনটি এজাহার হিসেবে গ্রহণ করার জন্য সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। মামলার আইনজীবী রিয়াজুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেন।
মামলার বিবরণে জানা যায়, আসামিরা স্বৈরাচার আওয়ামী সরকারের দোসর হিসেবে গত ৪ আগস্ট নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর গুলি, মারধরসহ বিভিন্ন ধরণের হামলা চালায়। নড়াইল শহরের রাসেল সেতুর পূর্ব পাশে ছাত্র-জনতার কর্মসূচি চলাকালে এবং সেতুর ওপর দিয়ে শহরে প্রবেশের সময় তারা ছাত্র-জনতার ওপর আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালায়। এছাড়া বোমাবর্ষণ ও লাঠিশোঠা দিয়ে বেধড়ক মারপিট করে।
এ মামলার আসামি যুবলীগ নেতা এনায়েত হোসেন, সাফায়েত মোল্যা, জামিরুল ও উজ্জ্বল শেখের হাতে থাকা অবৈধ শর্টগান, রিভলবার ও পিস্তল দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর গুলি চালায় এবং বোমা বর্ষণ করে। আসামিদের আগ্নেয়াস্ত্রের গুলি লেগে মামলার বাদি শফিকুল ইসলাম গুরুতর আহত হন। এ সময় শফিকুল মাটিতে লুটিয়ে পড়লে আসামিরা লোহার রড ও লাঠিশোঠা দিয়ে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে বাদীকে সেতুর ওপর থেকে চিত্রা নদীতে ফেলে দেয়।
সদর থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, আদালতের নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।






কোন জোট ছাড়া জাতীয় নির্বাচনে জাপা অংশ নিবেনা- কেন্দ্রীয় জাপানেতা মোস্তফা কামাল জাহাঙ্গীর
গদাইপুর ইউনিয়ন কৃষক দলের সাবেক সভাপতি জবেদ গাজীর বহিষ্কারাদেশ প্রত্যাহার
মাগুরায় লাখো মানুষের অংশগ্রহণ খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল
মাগুরায় বাসদের প্রতিষ্ঠাবার্ষিকীতে লাল পতাকা র্যালী ও আলোচনা সভা
নড়াইল-২ আসনে ধানের শীষে জর্জের মনোনয়ন দাবিতে বিশাল গণমিছিল
খুলনা -৬ আসনে ধানের শীষকে বিজয়ী করতে এমপি প্রার্থী বাপ্পীর সাথে এনামুল হকের ঐক্য
মাগুরা-২ আসনে জামাতের প্রার্থী এমবি বাকেরের বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা
পাইকগাছায় সনাতনীদেরসাথে মতবিনিময় সভা; সবাই মিলে স্বাধীনতার মূলবোধ প্রতিষ্ঠা করতে চাই - বাপ্পী
নড়াইল-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জর্জের গণসংযোগ
কেশবপুরে শহীদ আবুবকর আবুর সপ্তম মৃত্যুবার্ষিকী: বিচারের দাবিতে উত্তাল স্মরণসভা 