

সোমবার ● ২০ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » প্রকৃতি » মারিয়ার শখের ফুল বাগান যেন এক টুকরো হাসি
মারিয়ার শখের ফুল বাগান যেন এক টুকরো হাসি
শীতের রঙিন ফুলে অপরূপ সাজে সেজেছে মারিয়ার শখের ফুল বাগান। শখের বসে ফুলের বাগান তৈরি করে ফুল ফোটানো মারিয়ার অতি প্রিয় এক শখ। নিজের বাড়ির এক টুকরো খালি জায়গায় নিজের পছন্দের নানা বাহারি ফুলে সাজিয়ে তুলেছেন স্বপ্নের ফুল বাগান। বাগানের সৌন্দর্য হল ফুল, আর আমাদের সৌন্দর্য হল এক টুকরো হাসি। গাছ লাগিয়ে যত্ন করে বড় করে ফুলের হাসি দেখতে মারিয়ার খুব ভালো লাগে।
পাইকগাছা উপজেলার হিতামপুর গ্রামের মনিরুল ইসলাম পিণ্টুর কন্যা মারিয়া সুলতনা ও আরকেবিকে কলেজিয়েট ইনস্টিটিউটের শিক্ষার্থী। ফুল তার খুব প্রিয়। প্রতি বছর শীত কালে চারাসহ ফুল কিনে বাগান তৈরি করে। এবছর শখ থেকে ফুলের নার্সারি গড়ে তুলেছেন। তার নার্সারির ফুল দেখে আশে পাশের লোকজন কেনা শুরু করে। মারিয়ার শখের ফুল বাগান এখন নার্সারিতে রুপ নিয়েছে।
মারিয়া বলেন, শীত কালে চারাসহ ফুল কিনে বাগান তৈরি করি। এবার নেটে ফুলের চাষ দেখে অনলাইনে গদখালী থেকে ফুলের রেনু চারা এনে বাগান তৈরি করি। গাছে ফুল ফুটলে পাশের লোকজন কেনা শুরু করে। এখন ফেরি করে ফুল বিক্রেতারাও আমার বাগান থেকে ফুল কিনে নিযে যায়। এভাবে শখ থেকে ফুলের নার্সারিতে রুপ নিয়েছে।
শীতে রঙিন রূপে সেজে ওঠে প্রকৃতি। শীতের ফুল গাঁদা, চন্দ্রমল্লিকা, কসমস, ডালিয়া, ক্যামেলিয়া,ডেইজি, পিটুনিয়া, সূর্যমুখি,জিনিয়া, নয়নতারা, কাটামুকুট,ক্যালেভুলা, ডায়ান্থাস, দোপাটি ও গোলাপ ফুল রয়েছে তার বাগানে। এসব রঙিন এবং উজ্জ্বল ফুলের সৌন্দর্যে সবাইকে আকর্ষণ করে। শখের বাগানে উজ্জ্বল কমলা, হলুদ কিংবা লাল রঙের ফুলের ঝিলিক হাসি ছড়াচ্ছে। শখের ফুল বাগানে চেহারাই পাল্টে গেছে। তার ফুল বাগান দেখলে ছবির মতো মনে হয়।