বুধবার ● ৯ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ ৯ জন আটক
মাগুরায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ ৯ জন আটক

মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলার পারলায় একটি ইটভাটায় সেনাবাহিনীর যৌথ অভিযানে বেশকিছু দেশী, বিদেশি আগ্নেয়াস্ত্র এবং মাদকসহ ৯ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) দিবাগত রাতে গোয়েম্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।মাগুরা আর্মি ক্যাম্পের মেজর সাফিন আল সাইফ পলক সাংবাদিকদের জানান, সেনাবাহিনী জানতে পারে যে, মাগুরা শহরতলীর পারলা এলাকার একটি ইট ভাটায় অস্ত্রসহ কিছু লোক অবস্থান করছেন। লেফটেন্যান্ট কর্ণেল আনন্দ মোস্তফা মিশুর নেতৃত্বে এলাকায় অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেজর সাফিন আল সাইফ পলকের নেতৃত্বে মাগুরা সদর আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন আর রাফিউল আহসানের নেতৃত্বে মোহাম্মদপুর আর্মি ক্যাম্প অংশগ্রহন করে। এছাড়াও অভিযানে লেঃ ফাহাদ আনোয়ার তকি ও লেঃ মোঃ শাহরিয়ার হোসেন হিমেল অংশগ্রহণ করেন। লেফটেন্যান্ট কর্ণেল আনন্দ মোস্তফা নেতৃত্বে সেনা বাহিনীর একটি দল বিশেষ অভিযান পরিচালনা করার সময় পারলা গ্রামের ফরিদ খান (৫৬), বন্যাতৈল গ্রামের মোঃ সোহেল রেজা (৩৮), হাসপাতাল পাড়ার মোঃ নূহু দারুল হুদা (৫৯), পটুয়াখালী সদরের জামুরা এলাকার মোঃ ইলিয়াছ খান (৩৩), শ্রীপুরের বাখেরার মোঃ আইনূল হোসাইন (৪৪), আবালপুর গ্রামের মোঃ আব্দুল জলিল জুয়েল (৩৫), মাগুরা সদরের মোঃ শাহিন শেখ (২৮), ঢাকা মোহাম্মদপুরের সৈয়দ খায়রুল আলম শাওন (৪৮) ও মাগুরার ভায়না এলাকার কাজী আরিফুল হক পাভেলকে (৪৫) আটক করেন।
আটকের সময় তাঁদের কাছ থেকে চাইনিজ পিস্তল- ০১ টি,ম্যাগাজিন - ০১ টি,ওয়ান শুটার গান- ০২ টি,ওয়ান শুটার গান এ্যামুঃ - ০৪ টি,এয়ার গান- ০১ টি,এয়ার গান এ্যামুঃ - ২৬৪ রাউন্ড, .২২ এ্যামুনিশন- ০৭ রাউন্ড, পিস্তল এ্যামুনিশন- ০১ রাউন্ড, চাইনিজ কুড়াল - ০২ টি,চাপাতি - ০৬ টি, মদ - ০২ বোতল (কেরু এ্যান্ড কোং),নগদ অর্থ - ১,৪৫,০০০/-, মোবাইল - ১১ টি অস্ত্র সহ টাকা ও মোবাইল জব্দ করা হয়। লেফটেন্যান্ট কর্ণেল আনন্দ মোস্তফা এর কাছে অভিযান বিষয় জানতে চাইলে তিনি বলেন, গোয়েম্দা তথ্য আসে মাগুরা সদর উপজেলার পারলা এলাকায় শীর্ষ সন্ত্রাসী ও বিএনপি নেতা ফরিদ হাসান খান অস্ত্র সহ সহযোগীদের নিয়ে অবস্হান করছেন। এমন তথ্যের ভিত্তিতে আমি সাথে সাথে আমার সেনাবাহিনীর একটি চৌকস দল নিয়ে অভিযান চালাই। অভিযানে গ্রেফতারকৃতদের জব্দকৃত মালামালসহ মাগুরা সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।






পাইকগাছায় মাদক কারবারি লুৎফর রহমানকে ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড
শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হামলায় আহত ২
নড়াইলে স্বেচ্ছাসেবকদলের নেতা মাসুদ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
পাইকগাছায় স্বামী-স্ত্রী চেতনানাশকে হাসপাতালে ; স্বর্ণালংকার লুট
পাইকগাছায় স্কুলের পাশে অপরিচ্ছন্ন পরিবেশে পোল্ট্রি ফার্ম স্থাপন করায় মালিককে জরিমানা
নড়াইলে আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার
নড়াইলের কালিয়ায় জমি দখলের অভিযোগ, থানায় হয়রানিমূলক এজাহার
বাবাকে মারধর, শ্রীঘরে জামাই-শ্বশুর
পাইকগাছায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষ আহত ৬, বাড়িঘর ভাঙচুর লুটপাট 