বুধবার ● ৯ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » কৃষি » মাগুরায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
মাগুরায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

মাগুরা প্রতিনিধি : মাগুরায় ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ মৌসুমে কৃষি প্রণাদনা কর্মসূচীর আওতায় পাট ও আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। মাগুরা সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে সদর উপজেলা পরিষদ চত্বরে বুধবার সকাল ১১টায় সদরের কৃষকদের মাঝে এ বীজ ও সার বিতরণ করা হয়। মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: হাসিবুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদরের কৃষকদের হাতে এ বীজ তুলে দেন। এ সময় সদর উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ন কবির,সদরের সহকারি কৃষি সম্প্রসারণ অফিসের কর্মকর্তা রুমানা রহমান ও আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। সদর উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ন কবীর জানান, জেলার কৃষকদের মান উন্নয়নে জেলা কৃষি সম্প্রসারণ কাজ করছে। আমরা বিভিন্ন মৌসুমে সদরের কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করে থাকি। আজ ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ মৌসুমে কৃষি প্রণাদনা কর্মসূচীর আওতায় পাট ও আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। এ মৌসুমে সদরের ১ হাজার ৬৮০ জন পাট চাষীর মাঝে জন প্রতি ১ কেজি পাট বীজ,৫ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি এবং ১ হাজার ২৬০ জন আউশ চাষীর মাঝে জন প্রতি ৫ কেজি ধানের বীজ,১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।






শীতকালে পাইকগাছায় রাস্তার পাশে গাছের উপর লতা জাতীয় সবজি চাষ জনপ্রিয় ও লাভজনক পদ্ধতি
কেশবপুরে পানি নিষ্কাশন বন্ধ থাকায় জলাবদ্ধ অর্ধশত বিলে বোরো আবাদ অনিশ্চিত
মাগুরায় মধু চাষে বাজিমাত আলামিনের
তীব্র শীত ও ঘন কুয়াশায় পাইকগাছায় বোরো আবাদ স্থবির হয়ে পড়েছে
তীব্র শীতে পাইকগাছার নারীরা ফসলের মাঠে
শ্যামনগরে লবণ সহনশীল কৃষি ফসল ও সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ
মাগুরায় সরিষার বাম্পার ফলনের আশা
মাগুরায় আগাম পেঁয়াজ চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা
পাইকগাছায় আমন ধানের ফলন ভাল হলেও ধানের মূল্য কমে কৃষক হতাশ
পাইকগাছায় হলুদ ফুলে ভরে গেছে সরিষার ক্ষেত 