

শুক্রবার ● ২ মে ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় নানা কর্মসূচিতে মহান মে দিবস পালিত
মাগুরায় নানা কর্মসূচিতে মহান মে দিবস পালিত
মাগুরা প্রতিনিধি : মাগুরায় শোভাযাত্রা, আলোচনা সভা ও প্রতিবাদী সংগীতের মধ্য দিয়ে বৃহস্পতিবার মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল থেকে বিভিন্ন শ্রমিক সংগঠন ও শ্রমিক সংশ্লিষ্ট রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা শহরে মিছিল বের করে। চৌরঙ্গির মোড়ে আলোচনা সভা করে বাম গনতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদ এর নেতাকর্মীরা। কমরেড অধ্যাপক কাজী নজরুল ইসলাম ফিরোজ এর সভাপতিত্বে সভায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় নেতা এটিকে মহব্বত আলী, বাসদ নেতা প্রকৌশলীর সম্পা বসু সহ অন্যরা। এ সময় তারা মাগুরার টেক্সটাইল মিল চালু করন, শ্রমিক শিল্প প্রতিষ্ঠান স্থাপন ও সাধারণ শ্রমিকদের নূন্যতম বেতন নির্ধারণের দাবি জানান। গণ অধিকার পরিষদ মাগুরা জেলা কমিটির শ্রমিক সংগঠন শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ চৌরঙ্গির মোড়ে সমাবেশ শেষে শ্রমিকদের ন্যূনতম ২৫ হাজার টাকা বেতন নির্ধারণের দাবীতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। দিবসটি উপলক্ষে শহরের চৌরঙ্গীর মোড় বটতলা এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিবাদী গণসঙ্গীত পরিবেশন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী ও সুরসপ্তক সাংস্কৃতিক সংগঠন। সেখানে শ্রমিকের ন্যায্য দাবি আদায়ে ও পহেলা মে’ র তাৎপর্য তুলে ধরে গণসংগীত পরিবেশন করেন গণসংগীত শিল্পী রূপক আইচ,এটিএম আনিসুর রহমান, এবিএম আসাদুর রহমান, কানাই লাল স্বর্ণকার, রানী হায়দার, সত্যজিৎ চক্রবর্তীসহ অন্যরা।