

শুক্রবার ● ২ মে ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় নানা কর্মসূচিতে মহান মে দিবস পালিত
পাইকগাছায় নানা কর্মসূচিতে মহান মে দিবস পালিত
পাইকগাছায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে পাইকগাছা উপজেলা ইমারাত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, পৌর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন, আইডিও এনজিও, শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠনের উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা ইমারাত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা চত্বরে শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক সানা’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অব. সচিব মো. তৌহিদুর রহমান। প্রধান আলোচক ছিলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডাইরেক্টর মোঃ আমিরুল ইসলাম কাগজী। যুগ্ম সম্পাদক মো. মাহমুদুল হাসান সোহেলের সঞ্চালনায় বক্তৃতা করেন, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব এস এম ইমদাদুল হক, সাবেক কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, পৌর কমিটির যুগ্ম আহ্বায়ক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, যুবদলের সদস্য সচিব ইমরান আহমেদ প্রমুখ। পৌর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের উদ্যোগে পৌরসভায় বর্ণাঢ্য র্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিবসাঘাটস্থ সংগঠনের কার্যালয়ে ইউনিয়নের সভাপতি মোঃ আলম গাজীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক। বিশেষ অতিথি ছিলেন, সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ ও ইমরান সরদার, উপদেষ্টা আবুল কাশেম গাজী। সহকারী সেক্রেটারি মিজান এর সঞ্চালনায় বক্তৃতা করেন, শ্রমিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি আসাদুল গাজী, সাবেক সেক্রেটারি মোঃ রেজাউল করিম, নূর ইসলাম গাজী প্রমুখ। এদিকে, সকাল ১১টায় বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিও উদ্যোগে র্যালি শেষে টাউন মাধ্যমিক বিদ্যালয়ে অব. প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ ঈমান উদ্দিন। অক্সফার্মের অর্থায়নে সভায় এসময় বক্তৃতা করেন, আইডিও’র পিএম মিজানুর রহমান, পিও মো. আকরাম হোসেন, সিএম মোঃ মনিরুজ্জামান ও হোসনে আরা খাতুন, সিভি মিতা দাস, মুর্শিদা খাতুন প্রমুখ। অপরদিকে, শ্রমিক কল্যাণ ফেডারেশন পাইকগাছা শাখা কমিটির উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সহকারী পরিচালক মাও. আবুল কালাম আজাদ, বি.অতি. কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা জেলা সিনিয়ার নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওঃ গোলাম সরোয়ার, জেলা ইউনিট সদস্য প্রফেসার আব্দুল মমিন সানা, আমিনুল ইসলাম, কাজী তামজীদ আলম, উপজেলা আমীর মাও. সাইদুর রহমান, বুলবুল আহমেদ, মাও. আব্দুল খালেক, মোঃ আব্দুর রহিম, নূরু আলম সিদ্দিকী, আসাদুল হক, মো. মিজানুর রহমান প্রমুখ। এছাড়া খুলনা মিনিবাস, ঢাকা পরিবহন মালিক সমিতিসহ সকল শ্রমিক সংগঠনের উদ্যোগে দিবসটি উদযাপিত হয়।