বুধবার ● ২৮ মে ২০২৫
প্রথম পাতা » অপরাধ » শ্রীপুরে সংখ্যালঘু পরিবারের সদস্যদের অচেতন করে সর্বস্ব লুট
শ্রীপুরে সংখ্যালঘু পরিবারের সদস্যদের অচেতন করে সর্বস্ব লুট

মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলার ৪ নং শ্রীপুর সদর ইউনিয়নের হরিন্দি গ্রামে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের একটি বাড়িতে রাতের আঁধারে পরিবারের সকল সদস্যকে অচেতন করে নগদ টাকা ও স্বর্ণসহ বাড়ির মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
গত মঙ্গলবার (২৭ মে) রাতে উপজেলার হরিন্দি গ্রামের সিলেট শাহ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. হিমাদ্রি শেখর রায় ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও শ্রীপুর উপজেলা শাখার প্রাক্তন সভাপতি রায় হিমাংশু শিখর বাড়িতে এ ঘটনা ঘটে।
হিমাংশু শিখরের শ্যালক মনোরঞ্জন রায় জানান, বুধবার (২৮ মে) সকাল সাড়ে আটটার পরে হিমাংশ বাবুর বাড়িতে গিয়ে দেখি বাড়ির সদর গেট ভেতর থেকে আটকানো। কিন্তু কাউকে ডাকাডাকি করে কোন সাড়া পাওয়া যাচ্ছিল না। শুধু একটি ঘরের এক পাশের একটি দরজা খোলা ছিল। পরে বাড়ির ভেতরে গিয়ে দেখি, এক ঘরে রায় হিমাংশু শিখর এবং অন্য ঘরে তার ভাই কিশোর কুমার রায় মধু ও মধুর স্ত্রী চন্দনা রায় অচেতন হয়ে পড়ে আছেন। প্রত্যেকটি ঘর লন্ডভন্ড করা অবস্থায় ছিল। রাতের আঁধারে কারা এ ঘটনা ঘটিয়েছে তা বুঝতে পারছি না। দুর্বৃত্তরা টাকা-পয়সা, স্বর্ণালংকার সহ বাড়ির মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে। বর্তমানে অচেতন তিনজনকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন।
এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইদ্রিস আলী বলেন, খবর শোনা মাত্রই সেখানে পুলিশ পাঠিয়েছিলাম। বাড়ির সকল সদস্য অচেতন থাকার কারণে কোন তথ্য পাওয়া যায়নি। তবে তদন্ত করে দোষীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।






পাইকগাছায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষ আহত ৬, বাড়িঘর ভাঙচুর লুটপাট
পাইকগাছায় শিবসা নদীর চর থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবক উদ্ধার
বাসে অজ্ঞান পার্টির খপ্পরে শ্রমিক; আটক অজ্ঞান পার্টির সদস্য
পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় ভিক্ষুক সোহরাব আলীর মর্মান্তিক মৃত্যু
নড়াইলের কালিয়ায় দুই শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ, সহকর্মীদের মারধর !
পাইকগাছায় ভেজাল বিরোধী অভিযানে ২ ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা
কেশবপুরে মাদক ও পুলিশের পোশাকসহ একজন আটক
মাগুরার বলু গ্রামে লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন
পাইকগাছায় মেয়ে ও মাকে নির্মমভাবে মারধর; থানায় অভিযোগ 