শনিবার ● ৫ জুলাই ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় খাবারের সাথে চেতনা নাশক খাইয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট
পাইকগাছায় খাবারের সাথে চেতনা নাশক খাইয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় খাবারের সাথে চেতনা নাশক দ্রব্য খাইয়ে পরিবারের পাঁচ সদস্যকে অজ্ঞান করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে উপজেলার ৬ নং লস্কর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মোঃ ইলিয়াস গাজীর বাড়িতে এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী পরিবারের ৫ জন সদস্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ভুক্তভোগীরা জানান, বৃহস্পতিবার দুপুরে রান্না করা ভাত ও তরকারির সাথে কোনো এক সময় দুর্বৃত্তরা চেতনা নাশক মিশিয়ে দিতে পারে বলে আশঙ্কা করছি। পরবর্তীতে পরিবারের তিন জনসহ আরো দুজন মেহমান এ খাবার খেয়ে অচেতন হয়ে পড়ে। শুক্রবার সকালে উঠে দেখি গেট ও বক্স ভেঙ্গে সোনার গয়না ও মালামাল নিয়ে গেছে। রাতের কোনো এক সময় বাড়িতে রক্ষিত ১২ ভরি সোনা, নগদ দেড় লক্ষাধিক টাকা, জমির দলিল এবং ভোটার আইডি কার্ড, প্রয়োজনীয় কাগজ পত্র ও মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় শুক্রবার ভুক্তভোগী মোঃ ইলিয়াস গাজী ও তাহার স্ত্রী নাছিমা আক্তার, কাজের লোক জাহানারা, মেহমান রাড়ুলী ইউনিয়নের চক-বড়ভোড়িয়ার মোঃ ফারুক সানা ও আব্দুর রশিদ মোড়ল পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছে। পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ শাকিলা আফরোজ জানান, অচেনা পয়জন খাওয়ার ৫ জন রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে, আশা করছি দ্রুত সুস্থ হয়ে যাবে। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ রিয়াদ মাহমুদ জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ হয়নি। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুক্তভোগী পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।






মাগুরায় কার্বন তৈরির ছাই কারখানায় অগ্নিকান্ড
নড়াইলে জমি সংক্রান্ত দ্বন্দ্বে কিশোর ভ্যানচালককে হত্যা! দাবি মায়ের
পাইকগাছায় প্রায় ২ লক্ষ প্রাকৃতিক উৎসের চিংড়ি রেনু জব্দ
পাইকগাছায় চিংড়িতে পুশ বিরোধী অভিযানে ব্যবসায়ী ও আইস ফ্যাক্টরিতে জরিমানা
পাইকগাছায় মাদক কারবারি লুৎফর রহমানকে ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড
শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হামলায় আহত ২
নড়াইলে স্বেচ্ছাসেবকদলের নেতা মাসুদ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
পাইকগাছায় স্বামী-স্ত্রী চেতনানাশকে হাসপাতালে ; স্বর্ণালংকার লুট
পাইকগাছায় স্কুলের পাশে অপরিচ্ছন্ন পরিবেশে পোল্ট্রি ফার্ম স্থাপন করায় মালিককে জরিমানা
নড়াইলে আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার 