

শুক্রবার ● ১১ জুলাই ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছার বেহাল সড়কে আটকে পড়া ট্রাক ৭ ঘণ্টা পরে উদ্ধার; যানবাহন চলাচল শুরু
পাইকগাছার বেহাল সড়কে আটকে পড়া ট্রাক ৭ ঘণ্টা পরে উদ্ধার; যানবাহন চলাচল শুরু
পাইকগাছার বেহাল সড়কে আটকে পড়া ট্রাক ৭ ঘণ্টা পরে উদ্ধার হলে যানবাহন চলাচল শুরু হয়েছে। ১০ জুলাই বৃহস্পতিবার গভীর রাতে খুলনা-পাইকগাছা সড়কে কপিলমুনির ফকিরবাসা মোড়ে বেহাল সড়কের ডোবায় ট্রাক আটকে যায়। সে কারণে ভোর থেকে সব ধরনের বাস-ট্রাক চলাচল বন্ধ হয়ে পড়ে।
আঠার মাইল-পাইকগাছা সড়কের কাশিমনগর হতে পাইকগাছা জিরো পয়েন্ট পর্যন্ত সড়কটি সংস্কার না করায় বৃস্টিতে রাস্তা ভেঙ্গে খানা-খন্দ ও ডোবায় পরিণত সড়কটি বেহাল দশায় পরিণত হয়েছে। খানাখন্দে ভরা সড়কে বৃষ্টি হলে জমছে হাঁটু পানি। কয়েক দিনের টানা বৃষ্টিতে চলাচলের অনুপযোগী হয়ে গেছে সড়ক। গোলাবাটি মোড়ে ও ফকিরবাসা মোড় সড়কটি খালে পরিণত হয়েছে। অধিক ঝুকিপূর্ণ স্থান সতর্ক করতে লাল পতাকা দেওয়া হয়েছে। যানবাহন ঝুকি নিয়ে চলাচল করছে।
খুলনা জেলা বাস মিনিবাস মালিক সমিতি সূত্রে জানা গেছে খুলনা-পাইকগাছা রুটে প্রতি ১২ মিনিট পর পর একটি গাড়ি ছেড়ে যায়। সে হিসেবে ১২০টি গাড়ি চলাচল করে। তা ছাড়া উপজেলা থেকে ঢাকাসহ বিভাগীয় বিভিন্ন শহরে সকাল-বিকেল মিলে অনন্ত ৭০টা বড় পরিবহন যাতায়াত করে। সড়ক খারাপ হওয়ার কারণে সময় মত গাড়ি গন্তব্যে পৌঁছাতে পারছে না।
বাস ও ট্রাক ড্রাইভাররা জানান, বেহাল সড়কের কারণে গাড়ি চালাতে খুব সমস্যা হচ্ছে। যখন তখন গাড়ি গর্তে পড়ে নষ্ট হচ্ছে। যাত্রীদের চরম ভোগান্তি হচ্ছে। সকাল ৫টা থকে গাড়ি বন্ধ ছিল। সড়কে আটকে থাকা গাড়ি উদ্ধারের পর মালিক সমিতি ইট-বালু দেওয়ার পর ১১টায় আবার চলাচল শুরু হয়।
বাস মালিক সমিতির সহ-সভাপতি অমরেশ কুমার মণ্ডল জানান, আঠারো মাইল থেকে পাইকগাছা পর্যন্ত ছয় স্থানের রাস্তার খুব খারাপ অবস্থা। তালা থানা-ব্রিজ মোড়ের মধ্যেবর্তী স্থান, কপিলমুনি ফকিরবাসা মোড়, গোলাবাটী মোড়,সলুয়া মুচির পুকুর মোড় এলাকার অবস্থা খুবই খারাপ। তাছাড়া পৌরসভা জিরো পয়েণ্ট ও নতুন বাজার এলাকার সড়ক বেহাল হয়ে পড়েছে। আমরা মালিক সমিতির পক্ষ থেকে ইট-বালু ফেলে রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছি। সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে বারবার যোগাযোগ করেও কোনো কাজ হয়নি।
খুলনা সওজ-এর অতিরিক্ত প্রকৌশলী জাকির হোসেন জানান, সড়কের বাঁক সরলীকরণের জন্য ভূমি অধিগ্রহণ করতে দেরি হওয়ায় কাজ শেষ করতে সময় লেগেছে। অর্থ ছাড় হয়েছে, অচিরেই এ সড়কের কাজ শুরু হবে।