

শনিবার ● ২৬ জুলাই ২০২৫
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » পাইকগাছায় জন্মাষ্টমী ও দুর্গোৎসব উপলক্ষে পূজা উদযাপন পরিষদের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত
পাইকগাছায় জন্মাষ্টমী ও দুর্গোৎসব উপলক্ষে পূজা উদযাপন পরিষদের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত
পাইকগাছায় শুভ জন্মাষ্টমী ও শারদীয় দুর্গোৎসব পালন উপলক্ষে উপজেলা পূজা উদযাপন পরিষদের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় পৌরসভাস্থ কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালীবাড়িতে এ সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ- সভাপতি প্রানকৃষ্ণ দাশের সভাপতিত্বে এ বর্ধিত সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমান সাহা।
পৌর পূজা কমিটির সভাপতি বাবুরাম মন্ডল ও জেলা কমিটির মৃত্যুঞ্জয় সরদারের সঞ্চালনায় বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পূজা উদযাপন পরিষদের নেতা শিমুল কুমার দাস, ইন্দ্রজিৎ চক্রবর্তী,বিপ্লব রায় চৌধুরী,জেলা হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি এ্যাড, অজিত কুমার মন্ডল।
বক্তব্য রাখেন, পৌরসভা হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের সভাপতি সন্তোষ কুমার সরকারসহ উপজেলা পূজা উদযাপন পরিষদ, ইউনিয়ন কমিটি ও মন্দির কমিটির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মুরারি মোহন সরকার, কৃষ্ণপদ মন্ডল,সুনিল চন্দ্র মন্ডল, অবঃ অধ্যাপক সুধাংশু শেখর মন্ডল, কালিপদ মন্ডল, সন্তোষ সরকার, সাংবাদিক বি,সরকার, স্নেহেন্দু বিকাশ, প্রকাশ ঘোষ বিধান, প্রজিৎ কুমার রায়, সুরঞ্জন চক্রবর্তী,গৌতম মন্ডল, কনক চন্দ্র মন্ডল, কার্তিক চন্দ্র দাস,শান্ত মন্ডল, শক্তিপদ মন্ডল, জগন্নাথ দেবনাথ, শংকর মন্ডল, সঞ্জয় দাশ, পুর্ণ দত্ত,বিপুল সরদার,যোগেশ মন্ডলসহ স্থানীয় নেতৃবৃন্দ। সভায় সকলের মতামতের ভিত্তিতে যথাযত ভাবে পরমেশ্বর ভগবান শ্রীকষ্ণের শুভ জন্মাষ্টমী ও শারদীয় দুর্গোৎসব পালনের জন্য বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।