

বুধবার ● ৩০ জুলাই ২০২৫
প্রথম পাতা » শিক্ষা » শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা অফিসের পুরস্কার বিতরণ
শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা অফিসের পুরস্কার বিতরণ
মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার দুপুরে ২০২২ ও ২০২৩ শিক্ষাবর্ষের এসএসসি ও এইচএসসি’র কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের ‘পারফরম্যান্স বেজড গ্রান্ড ফর সেকেন্ডারি ইন্সটিটিউটশন স্কিম এসইডিপি প্রকল্পের আওতায় জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলমগীর কবির। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল গণি।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, জেলা শিক্ষা অফিসের সহকারী স্কুল পরিদর্শক এএসএম মাজেদুর রহমান, আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা ফয়জুর রহমান লাভু, অভিভাবক আবদুল আলীম, পুরস্কারপ্রাপ্ত ছাত্র রাফিউল ইসলাম রাফি প্রমুখ।
এ্যাকাডেমিক সুপারভাইজার মো. বাকী বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার ২০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৯ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, অভিভাবক ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এর আগে পুরস্কারপ্রাপ্তদের নিজ এ্যাকাউন্টে পুরস্কারের অর্থ প্রদান করা হয়।