শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২

SW News24
বুধবার ● ৬ আগস্ট ২০২৫
প্রথম পাতা » সুন্দরবন » সুন্দরবনে অস্ত্রসহ আসাবুর বাহিনীর দুই সহযোগী আটক
প্রথম পাতা » সুন্দরবন » সুন্দরবনে অস্ত্রসহ আসাবুর বাহিনীর দুই সহযোগী আটক
৪৭ বার পঠিত
বুধবার ● ৬ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুন্দরবনে অস্ত্রসহ আসাবুর বাহিনীর দুই সহযোগী আটক

---সুন্দরবনের কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর দুই সহযোগীকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আটককৃতরা হলেন, মো. বাদশা গাজী (৪৫) ও মেহেদী হাসান (২৭)। তারা খুলনা জেলার পাইকগাছা থানার বাসিন্দা। গ্রেপ্তারের সময় তাদের নিকট থেকে উদ্ধার করা হয়েছে ৩টি একনলা বন্দুক, ১০ রাউন্ড তাজা গুলি, ৫ রাউন্ড ফাঁকা কার্তুজ এবং অস্ত্র তৈরির সরঞ্জামাদি।

বুধবার সকালে সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে, ৫ আগস্ট মঙ্গলবার বিকালে সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন শরবতখালী এলাকায় ডাকাতির উদ্দেশ্যে অবস্থান নিতে যাচ্ছে আসাবুর বাহিনীর সদস্যরা। সেই তথ্যের ভিত্তিতে বিকাল ৫টার দিকে মোংলা কোস্ট গার্ড বেইস একটি বিশেষ অভিযান চালায়।

অভিযান চলাকালে ডাকাত সদস্যরা পালানোর চেষ্টা করলে কোস্ট গার্ড সদস্যরা আত্মসমর্পণের জন্য ২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে ধাওয়া দিয়ে দুই ডাকাতকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে আসাবুর ডাকাত দলের সঙ্গে যুক্ত থেকে অস্ত্র, গোলাবারুদ এবং রসদ সরবরাহ করে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, সুন্দরবনকে দস্যুমুক্ত করতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)