

শনিবার ● ৯ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স
মাগুরায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স
মাগুরা প্রতিনিধি: মাগুরায় বিচারিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৯ আগষ্ট) সকাল ১০ টায় মাগুরা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আয়োজনে আদালত ভবন সম্মেলন কক্ষে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।মাগুরা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: আব্দুল মতিন এর সভাপতিত্বে এ কনফারেন্সে উপস্থিত ছিলেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: সাইফুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায়, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রে গৌর সুন্দর বিশ্বাস, মাগুরা গর্ণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাহিদ পারভেজ, জুডিসিয়াল ম্যাজিস্ট্রে আরিফা আক্তার, এডিএম শাশ্বতী শীল, পিবিআই এসপি গাজী রবিউল ইসলাম এবং জেলার আইন-শৃংখলা বাহিনীসহ বিচারিক কর্মকান্ডের সাথে সর্ম্পৃক্ত সরকারি কর্মকতাগণ। এ কনফারেন্সে পুলিশ ও ম্যাজিস্ট্রিসীর মধ্যে সমম্বয় ও সহযোগীতা, বিচারকদের সার্বিক নিরাপত্তা, মামলা দ্রুত নিস্পত্তি, সমন জারী, আদালত চত্ত্বরে সাক্ষীদের নিরাপত্তা, ময়নাতদন্ত, সময়মত মেডিকেল রির্পোট প্রদান, পুলিশ রিমান্ড ও ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতারের ক্ষেত্রে আপিল বিভাগের নির্দেশনা প্রতিপালন তদারকি সহ নানা বিষয় আলোচনা করা হয়।