

শনিবার ● ২৩ আগস্ট ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছার তিন মৎস্য ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা
পাইকগাছার তিন মৎস্য ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় পুশ বিরোধী অভিযানে তিন মৎস্য আড়ৎদারি ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শনিবার সকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক উপজেলার চাঁদখালী ও লক্ষীখোলা মৎস্য আড়তে পুশ বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় চিংড়িতে অপদ্রব্য পুশ করার অভিযোগে মৎস্য পণ্য ও মৎস্য নিয়ন্ত্রণ আইনের আওতায় তিন ব্যবসায়ীকে ৮ হাজার টাকা প্রশাসনিক জরিমানা ও ১০ কেজি চিংড়ি বিনষ্ট করেন। এসময় উপস্থিত ছিলেন মেরিন ফিশারিজ কর্মকর্তা তরিকুল ইসলাম, ক্ষেত্র সহকারী রণধীর সরকার ও থানা পুলিশ।