

সোমবার ● ৮ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » খেলা » পাইকগাছায় ইউএনও ফুটবল ও ভলিবল উভয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কর্মকর্তা একাদশ
পাইকগাছায় ইউএনও ফুটবল ও ভলিবল উভয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কর্মকর্তা একাদশ
পাইকগাছায় ইউএনও ফুটবল ও ভলিবল টুর্নামেন্ট -২৫ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে পাইকগাছা সরকারি কলেজ মাঠে উপজেলা কর্মকর্তা ফুটবল একাদশ বনাম কর্মচারী ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত খেলায় উপজেলা কর্মকর্তা ফুটবল একাদশ টাইব্রেকারে ৫-৪ গোলে কর্মচারী ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব ও পুরস্কার বিতারণ করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। এর পূর্বে শনিবার বিকেলে ভলিবল টুর্নামেন্টেও কর্মচারী ভলিবল একাদশকে পরাজিত করে কর্মকর্তা ভলিবল একাদশ চ্যাম্পিয়ন হয়। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, উপজেলা প্রাথমিক প্রশিক্ষণ কর্মকর্তা মো. ঈমান উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, পল্পলী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা জয়ন্ত ঘোষ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, আ. আল মামুন, সজল বিশ্বাস, দেবাশীষ দাশ, সঞ্চয় দেবনাথ, মীর নূরে আলম সিদ্দিকী, আবুল বাশার, বিশ্বজিৎ দাস, তোফায়েল আহমেদ, এনামুল হক, কর্মচারীদের মধ্যে সিএ কৃষ্ণপদ মন্ডল, উত্তম কুন্ডু, আ. বারী, জিয়াদুলসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। ফুটবল টুর্নামেন্টে ম্যাধ অব দা ম্যাচ হন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস।