

মঙ্গলবার ● ৭ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » জমে উঠেছে মাগুরা পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক নির্বাচন ; ৩টি পদে লড়ছেন ২০ প্রার্থী
জমে উঠেছে মাগুরা পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক নির্বাচন ; ৩টি পদে লড়ছেন ২০ প্রার্থী
মাগুরা প্রতিনিধি : আগামীকাল ৮ অক্টোবর বুধবার মাগুরা পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে । নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মধ্যে চলছে গণসংযোগ, মত বিনিময় ও ভোট প্রার্থনা। এ নির্বাচনে সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৭ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মাগুরা পৌরসভার ৯ টি ওয়ার্ডের মোট ভোটার ৬৩৯ জন। প্রত্যেক ওয়ার্ডে মোট ভোটার রয়েছে ৭১ জন।
প্রার্থীদের মধ্যে ইতিমধ্যেই প্রতীক বরাদ্দের পর পর পোস্টার, ব্যানার ও ফেস্টুন প্রস্তুত করে শহরের বিভিন্ন স্থান সহ প্রতিটি ওয়ার্ডের পাড়া মহল্লায় এগুলো শোভা পাচ্ছে। কাক ডাকা ভোর থেকে হ্যান্ড লিফলেট নিয়ে প্রতিটি প্রার্থী ভোটারদের দ্বারে দ্বারে ভোর প্রার্থনা করছেন। এখন প্রতিটি ওয়ার্ডের পাড়া- মহল্লা, হাট- বাজার,চায়ের দোকান নির্বাচনকে সামনে রেখে সর গরম হয়ে উঠেছে।
এ নির্বাচনের প্রার্থী কাজী মাজহারুল হক উৎপল জানান, এ নির্বাচনে আমি ঘুড়ি প্রতীক নিয়ে সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। প্রতীক বরাদ্দে পর থেকেই আমি মাঠে কাজ করছি। আমার কর্মীরা প্রতিদিন হ্যান্ড লিফলেট নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। আমি আশা রাখি সুষ্ঠু নির্বাচন হলে আমি বিজয়ী হব।
সভাপতি প্রার্থী মাসুদ হাসান খান কিজিল বলেন,মাগুরা পৌর বিএনপি’র দ্বি- বার্ষিক নির্বাচনে এবারের ভোট খুব চ্যালেঞ্জের। যারা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে নানা অত্যাচার, মিথ্যা মামলা, জেল-জুলুম সহ্য করে বিএনপি’র আদর্শ নিয়ে মাঠে ছিলেন তারাই প্রকৃত কর্মী। আমি মনে করি এ নির্বাচনে যারা প্রকৃত বিএনপি’র কর্মী এবং ত্যাগী নেতা তারাই জয়ী হবে।
নির্বাচনে দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার ও মাগুরা আদর্শ কলেজের সরকারি অধ্যাপক শাহজাহান মৃধা বাবলু জানান, বুধবার মাগুরা পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে । এ নির্বাচনের সকল প্রস্তুতি আমাদের সম্পন্ন হয়েছে। নির্বাচনের দিন দুপুর ৩ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত মাগুরা আদর্শ কলেজ কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ৩ টি পদে মাগুরা পৌরসভার নয়টি ওয়ার্ডের ৬৩৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ঐদিন রাতেই বিজয়ী প্রার্থীদের ফলাফল ঘোষণা করা হবে।