বুধবার ● ৮ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » প্রকৃতি » রেড পামকিন বিটল পোকা
রেড পামকিন বিটল পোকা
প্রকাশ ঘোষ বিধান
পাতা ফুটা করা রেড পামকিন বিটল পোকা। ক্ষতিকর পোকা যা কুমড়া জাতীয় ফসলের ব্যাপক ক্ষতি করে থাকে। বিটল পোকা যা কুমড়া, লাউ, ঢেঁড়শ ও তরমুজ জাতীয় ফসলের পাতা, কাণ্ড ও ফলে আক্রমণ করে। পোকাগুলি ছোট, লাল ও ডিম্বাকৃতির হয়। পূর্ণবয়স্ক পোকা লম্বালম্বি এবং কমলা-লাল রঙের হয়ে থাকে। এরা পাতার নিচে ছোট ছোট দলে ডিম পাড়ে, ডিমের রং হলুদ।
এরা পাতার সবুজ অংশ কুঁড়ে কুঁড়ে খায়, ফলে পাতা ঝাঁজরা হয়ে যায়। পোকাগুলি পাতার কিনারা থেকে খেতে শুরু করে এবং ধীরে ধীরে পুরো পাতাকে ঝাঁজরা করে দেয়। পাতা খেয়ে ফেলার কারণে গাছের সালোকসংশ্লেষণ প্রক্রিয়া ব্যাহত হয়।এরা গাছের কাণ্ড ও শিকড়েও গর্ত সৃষ্টি করে, যার ফলে চারা গাছ নেতিয়ে পড়ে এবং মারা যায়। এই পোকা সাধারণত চারা অবস্থায় বেশি ক্ষতি করে থাকে। পূর্ণবয়স্ক পোকা পাতা, ফুল ও কচি ফলে আক্রমণ করে। ফলের গায়ে ফুটো করে ফলের বৃদ্ধি কমিয়ে দেয়।
প্রতিকারের জন্য হাতে পোকা মেরে ফেলা, সাবান জল স্প্রে করা বা প্রয়োজনে রাসায়নিক কীটনাশক ব্যবহার করা যেতে পারে।
লেখক ; সাংবাদিক ও কলামিস্ট






মনোরম সৌন্দর্যের লাল মুক্তঝুরি ফুল
পৌষ্পিক সৌন্দর্যের দাদমর্দন ঔষধি গুণে ভরা
পাইকগাছায় পতিত জমিতে কাগজি লেবুর বাম্পার ফলন
বন টেপারি বা ফটকা ভেষজ উদ্ভিদ
পাইকগাছায় আঁশফলের ফলন ভালো; বাজারে চাহিদা বেড়েছে
পাইকগাছায় কাঁঠালের ফলন ভাল হয়নি; তবে ভালো দামে খুশী চাষিরা
পাইকগাছায় লতা আমের খোসার রং বাদামি সফেদার মতন ; বাজারে চাহিদা নেই
পাইকগাছায় বাণিজ্যিকভাবে কলার আবাদ বেড়েছে
পাইকগাছায় তালের রস আহরণ 