শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ন ১৪৩২

SW News24
শুক্রবার ● ২১ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » প্রকৃতি » মনোরম সৌন্দর্যের লাল মুক্তঝুরি ফুল
প্রথম পাতা » প্রকৃতি » মনোরম সৌন্দর্যের লাল মুক্তঝুরি ফুল
৩২ বার পঠিত
শুক্রবার ● ২১ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মনোরম সৌন্দর্যের লাল মুক্তঝুরি ফুল

--- প্রকাশ ঘোষ বিধান; পাইকগাছা ঃ  মুক্তঝুরি বা মুক্তবর্ষী একটি একবর্ষজীবী গুল্মজাতীয় উদ্ভিদ। লাল ফুল ফুটন্ত মুক্তঝুরি গাছের সৌন্দর্য মনোরম। লাল মুক্তঝুরি ফুলের গাছে জটার মতন লম্বা ও ঝুলে থাকা লাল রঙের ফুলগুলোর জন্য পরিচিত। গুচ্ছভাবে দেখতে অনেকটা ঝালরের মতো। এর অন্যান্য নাম হলো মুক্তবর্ষী, শিবজটা ও শিবঝুল। অনেক অঞ্চলে মালা ফুল নামেও পরিচিত, কারণ এর ফুলগুলো মালার মতো দেখায়। এটি একটি ঝোপ জাতীয় গাছ এবং এর ফুল দেখতে সুন্দর হওয়ায় এটি বাগানে লাগানো হয়।

আমাদের দেশে রয়েছে এ ফুলের ব্যাপক বিস্তৃতি। এটি সাধারণত রাস্তার ধারে, অব্যবহার্য জমিতে, দেওয়ালের ফাটলে ইত্যাদি জায়গায় জন্মায়। তাছাড়াও নদীর পাড়ে, জঙ্গলের ধারে পাথুরে পাহাড়ি এলাকায় ইত্যাদি জায়গাতেও জন্মায়। এটি সাধারণত ছায়াময় ও স্যাঁতসেঁতে জায়গা পছন্দ করে। তাই তো বাগান, খোলা মাঠ, রাস্তার ধার, পতিত জমি, বন-জঙ্গলের ধার, পাহাড়ি এলাকা এবং বাসা-বাড়ির আশেপাশে এর দেখা মেলে। এ ফুলের ক্ষেত্রে কম পরিচর্যা ও যত্ন প্রয়োজন হয়। তাছাড়া এতে রোগ-বালাইয়ের আক্রমণ কম হয়ে থাকে। প্রায় সব ধরনের মাটি ও রৌদ্রোজ্জ্বল থেকে হালকা ছায়াযুক্ত স্থান এবং ভেজা থেকে স্যাঁতসেঁতে স্থানেও এ ফুলগাছ জন্মে। গাছের গড় উচ্চতা ৭৫ সেন্টিমিটার হয়ে থাকে। গাছের শাখা-প্রশাখা ছড়ানো। এর কাণ্ড ও শাখা-প্রশাখা নরম। এর ডিম্বাকৃতির পাতা লম্বায় ৩ থেকে ৮ সেন্টিমিটার হয়ে থাকে, রং সবুজ, কিনারা করাতের মতো খাঁজকাটা ও শিরা-উপশিরা স্পষ্ট। লক্ষণীয় বিষয়, পাতার চেয়ে পাতার বোঁটা লম্বা। পত্রকক্ষ থেকে লম্বা মঞ্জুরিতে ফুল ধরে এবং ফুল নিচ দিকে ঝুলে থাকে। এর মঞ্জুরি লম্বায় ১৫ থেকে ২০ সেন্টিমিটার। টকটকে লাল রং। ফুল ফোটার মৌসুম প্রধানত গ্রীষ্ম ও বর্ষা। তবে প্রায় সারা বছরই ফুল ফোটে, ফুল গন্ধহীন।

মুক্তঝুরি গাছের রয়েছে ভেষজ নানান গুণ। এর পাতা, শেকড়, মূল ভেষজ চিকিত্সায় ব্যবহূত হয়। মুক্তঝুরির গাছে যখন ফুল ধরে তখন গাছটা পুরোপুরি তুলে নিয়ে এবং শুকিয়ে ওষুধের কাজে লাগান হয়। ব্রঙ্কাইটিস, হাঁপানি, নিউমোনিয়া, কোষ্টকাঠিন্য, বদহজম, ত্বকের ফোঁড়া সারাতে এবং বাত-ব্যথায় বেশ উপকারী।

ফুল ফুটন্ত মুক্তঝুরি গাছের সৌন্দর্য মনোরম। বাগানের সৌন্দর্য বিকাশে এ ফুলের ভূমিকা অতুলনীয়। ফুল শেষে গাছে বীজ হয়। বীজ আকারে ক্ষুদ্রাকৃতির। বীজের মাধ্যমে বংশ বিস্তার হয়ে থাকে। ভারত উপমহাদেশসহ অনেক অঞ্চলে এর ব্যাপক বিস্তার রয়েছে।

লেখক : সাংবাদিক ও কলামিস্ট





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)