

বৃহস্পতিবার ● ৯ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » মাগুরা পৌর বিএনপির দ্বি- বার্ষিক নির্বাচনে কিজিল, সুমন ও উৎপল বিজয়ী
মাগুরা পৌর বিএনপির দ্বি- বার্ষিক নির্বাচনে কিজিল, সুমন ও উৎপল বিজয়ী
মাগুরা প্রতিনিধি : মাগুরা পৌর বিএনপির দ্বি -বার্ষিক কাউন্সিল বুধবার সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে সভাপতি পদে মাসুদ হাসান খান কিজিল, সাধারণ সম্পাদক পদে আনজুম হাসান সুমন ও সাংগঠনিক পদে কাজী মাজহারুল হক উৎপল বিজয়ী হয়েছেন। সভাপতি পদে মাসুদ হাসান খান কিজিল আনারস প্রতীক নিয়ে ৩৬০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফুল ইসলাম পেয়েছেন ২৭১ ভোট। সাধারণ সম্পাদক পদে আনজুম হাসান সুমন চেয়ার প্রতীক নিয়ে পেয়েছেন ২৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী ফরিদ খান কাপ- পিরিচ প্রতীক নিয়ে পেয়েছেন ১৭৭ ভোট। অপরদিকে সংগঠনিক সম্পাদক পদে কাজী মাজহারুল হক উৎপল ঘুড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ১৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী উজ্জল হোসাইন টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ১৬৮ ভোট।
এ নির্বাচনে প্রিজাইডিং অফিসার মাগুরা আদর্শ কলেজের সহকারী অধ্যাপক বাবুল মৃধা বুধবার রাতে বিজয় প্রার্থীদের নাম ঘোষণা করেন। তিনি আরো বলেন, কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু শান্তি পরিবেশ মাগুরা পৌর বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।