

বৃহস্পতিবার ● ৯ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » কৃষি » মাগুরায় পরিবেশ নিরাপত্তায় পেস্ট কন্ট্রোল বিষয়ক সচেতনামুলক সভা
মাগুরায় পরিবেশ নিরাপত্তায় পেস্ট কন্ট্রোল বিষয়ক সচেতনামুলক সভা
মাগুরা প্রতিনিধি : মাগুরায় পরিবেশ নিরাপত্তায় কৃষকদের সচেতনামূলক সভা আজ বৃহস্পতিবার বিকালে সদরের মঘী ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামে অনুষ্ঠিত হয়েছে। ওমর গ্রুপ এ সভার আয়োজন করে। সভায় আড়ুয়াকান্দি গ্রামের কৃষক মজনু মোল্লা সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুফল কুমার বিশ্বাস, মোঃ আশরাফুল আলম, ওমর গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ওমর আলী,কৃষক মঞ্জুর মন্ডল, কৃষক মোঃ আলতাফ প্রমুখ। সভায় জানানো হয়, প্রচলিত রাসায়নিক কীটনাশক জমিতে ব্যবহার করলে কৃষকের শারীরিক স্বাস্থ্য গত ক্ষতি ও ও জমির ফসলের নানারকম ক্ষতি হতে পারে। তাই প্রাকৃতিক জৈব নাশক স্প্রে জমিতে প্রয়োগ করলে জমির ফসল বহু গুনে বৃদ্ধি পাবে। প্রাকৃতিক উপায়ে এ জৈব বালাই নাশক ঔষধ জমিতে প্রয়োগ করলে কৃষকের স্বাস্থ্যের কোন ক্ষতি হবে না। কৃষক যদি ফসলের ক্ষতিকর পোকামাকড় নিয়ন্ত্রণে পেস্ট কন্ট্রোল করে জমিতে জৈব নাশক ওষুধ প্রয়োগ করে তাহলে জমির ফসল অনেকাংশে বৃদ্ধি পাবে।