শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

SW News24
শনিবার ● ১৮ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় স্কুল ছাত্রী গনধর্ষনের শিকার থানায় মামলা; গ্রেফতার-১
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় স্কুল ছাত্রী গনধর্ষনের শিকার থানায় মামলা; গ্রেফতার-১
২২ বার পঠিত
শনিবার ● ১৮ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় স্কুল ছাত্রী গনধর্ষনের শিকার থানায় মামলা; গ্রেফতার-১

পাইকগাছায় স্কুল শিক্ষার্থী গনধর্ষনের মামলায় পুলিশ রিয়াজ নামে এক যুবককে গ্রেফতার করেছেন। রিয়াজ কপিলমুনির কাশিমনগরের গফফার শেখের ছেলে ও মামলার ৩ নং এজাহার নামীয় আসামী। বুধবার ---রাতে ওসি রিয়াদ মাহমুদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ধৃত আসামীর বাড়ির এলাকা থেকে গ্রেফতার করা হয়। এদিকে খুমেক মেডিকেল কলেজ হাসপাতালের সংশ্লিষ্ট বিভাগ থেকে ভিকটিমের শারিরিক পরীক্ষা করা হয়েছে।

 

 মামলা সুত্রে জানা গেছে, গত ১৫ অক্টোবর বুধবার বিকেলে উপজেলার কপিলমুনি ইউপি’র কাশিমনগরের দাস বাড়ীর ৯ শ্রেনিতে পড়ুয়া মেয়ে রামনগরস্থ এরফান দর্জির বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পরিবারের অভিযোগ, মোড়লপাড়া দর্জির বাড়ি কাছে পৌঁছালে একই এলাকার নাজমুল গাজী (২২) সাগর সরকার(২২) রিয়াজ (২৪) একে অপরের সহয়তায় স্কুল ছাত্রিকে জোরপুর্বক মোটরসাইকেলে তোলেন। এরপর তারা রায়পুর বিলপাড় ওয়াপদা রাস্তা নিয়ে ডুমুরিয়া সিমান্তের নদীর পাড়ে একটি চিংড়ি ঘেরের পরিত্যক্ত বাসায় নিয়ে জোর পূর্বক অজ্ঞাত এক যুবকসহ কয়েক জনে পালাক্রমে গনধর্ষন করে। এক পর্যায়ে স্কুল ছাত্রির আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে পুলিশের খবর দেয়।

এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে অজ্ঞাত এক যুবকসহ ৩ জনের বিরুদ্ধে পাইকগাছা থানায় নারী-শিশু নির্যাতন দমন আইন ২০০০( সংশোধিত) ২০২০ এর ৭/(৩) ৩০ ধারায় মমলা করেন, যার নং-১১।

এ বিষয়ে থানার ওসি মোঃ রিয়াদ মাহমুদ জানান, গনধর্ষন মামলায় এক আসামীকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে এবং অন্য আসামীদের ধরতে অভিযান অব্যাহত আছে।





আর্কাইভ