শনিবার ● ১৮ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » লালনের আদর্শে অন্যায় ও অবিচারমুক্ত জীবন ধারণ করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
লালনের আদর্শে অন্যায় ও অবিচারমুক্ত জীবন ধারণ করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, লালনের আদর্শে অন্যায় ও অবিচারমুক্ত জীবন ধারণ করতে হবে। সাঁইজী যে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে আমাদের মনকে ঠিক রাখতে বলেছেন, তা নিজেদের জীবনে ধারণ করতে হবে। আমরা যদি মনকে সৎ পথে রাখতে পারি সমাজে অন্যায় ও অবিচার ঘটবে না।
উপদেষ্টা ১৮ অক্টোবর শনিবার সকালে কুষ্টিয়ার কুমারখালীতে লালন একাডেমি প্রাঙ্গণে নবপ্রাণ আখড়াবাড়িতে ফকির লালন সাঁইজীর ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষ্যে আয়োজিত ‘দোহাই তোমার মনকে আমার লও গো সুপথে’শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, আমাদের তরুণ শিক্ষার্থীরা অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়াই করেছে। তাদের অনেকেই এখনো আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকায় সরকারের অনেক দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ববোধ থেকেই প্রয়োজনীয় কাজগুলো করার চেষ্টা করছে সরকার।
উপদেষ্টা আরো বলেন, ফকির লালন সাঁইজীর তিরোধান দিবসকে জাতীয় পর্যায়ে ঘোষণা করার পেছনে সরকারের ইচ্ছা ছিল। তিনি বলেন, অনেকেই লালন ভক্ত হিসেবে প্রতি বছর কুষ্টিয়ার ছেউড়িয়ায় লালন সাঁইজির ধামে আসেন। এর রাষ্ট্রীয় স্বীকৃতি ছিল না। লালনকে দলীয়ভাবে বিভক্ত করার অপচেষ্টা করা হয়েছিল। লালন ছিলেন মানুষের, সাধারণ মানুষেরই তিনি রয়ে গেছেন। তাই আমাদের দায়িত্ব লালনের দর্শন ও আদর্শকে রক্ষায় কাজ করে যাওয়া। তিনি আরো বলেন, আমরা যেন লালনের গান যথাযথভাবে পরিবেশন করতে পারি, সে চেষ্টায় থাকতে হবে। গান গাওয়ার সময় শিল্পীরা যেন লালনের কথা ও সুরে ভুল না করেন-এ বিষয়ে সচেতন থাকা জরুরি। নবপ্রাণ আখড়াবাড়িতে শিল্পীদের সঠিক তাল ও লয়ে গান শেখানো হয়, যেন লালনের ভক্তি ও দর্শনে কোনো বিকৃতি না ঘটে।






পাইকগাছায় বাস্তুপূজা ও পৌষ সংক্রান্তি উৎসব পালিত
থিয়েটার ইউনিট মাগুরার ৩১ তম বর্ষে পর্দাপন
মাগুরায় সুবিধাবঞ্চিত কন্যা শিশুদের গ্রামীণ ক্রীড়া উৎসব
মাগুরায় শীতে ফুটপাতের পিঠার দোকানগুলো জমজমাট
পাইকগাছায় আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন
মাগুরায় প্রার্থনা আর শান্তির সম্প্রীতি মহামিলনে বড় দিন উদযাপন
মাগুরায় পল্লীকবি জসীম উদদীনের কবর কবিতার শতবর্ষ উদযাপন
পাইকগাছায় তারুণ্যের উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভলিবল খেলা অনুষ্ঠিত
মাগুরা লোক সংস্কৃতি কেন্দ্রের শিল্পী সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা
“দেলুপি” মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রটি পাইকগাছায় কালের স্বাক্ষী হয়ে থাকবে -সংশ্লিষ্টদের অভিমত 