

বৃহস্পতিবার ● ২৩ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় ভেজাল শিশু খাদ্য জব্দ ; দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা
মাগুরায় ভেজাল শিশু খাদ্য জব্দ ; দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা
মাগুরা প্রতিনিধি : মাগুরা শহরের সৈয়দ আতর বলী রোডে জামরুলতলা এলাকায় আজ বৃহস্পতিবার দুপুরে নকল ও অ-অনুমোদিত শিশু খাদ্য বিক্রির অভিযোগে মেসার্স ভাই ভাই স্টোরকে ৩০ হাজার এবং মেসার্স মামুন স্টোরকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ মাগুরা। মাগুরায় ভেজাল শিশু খাদ্য জব্দ করে দুইটি প্রতিষ্ঠানকে মোট এক লক্ষ টাকা নগদ অর্থ জরিমানা করে ও শিশু খাদ্য জব্দ করে পুড়িয়ে ফেলে ভোক্তা অধিকার।
অভিযান চলা কালিন সময়ে ব্যাবসায়ি মালিক গন ও অভিযোগ কারিরা উপস্থিত ছিলেন। নকল ও অ-অনুমোদিত শিশু খাদ্য পুড়িয়ে ফেলার জন্য জাতীয় ভোক্তা অধিকারকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন সাধারণ মানুষ।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। উক্ত অভিযানে জাতীয় ভোক্তা অধিকারের কর্মকর্তা জানান এ সকল নকল ও অ-অনুমোদিত শিশু খাদ্য পুড়িয়ে ফেলা হয়েছে আর কিছু নদীতে ফেলে দেয়া হয়েছে। এসময় সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমন অধিকারী ও মাগুরা জেলা পুলিশের একটি টিম। ভোক্তা অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।