রবিবার ● ২৬ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় মেয়ে ও মাকে নির্মমভাবে মারধর; থানায় অভিযোগ
পাইকগাছায় মেয়ে ও মাকে নির্মমভাবে মারধর; থানায় অভিযোগ
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় পারিবারিক বিরোধের জেরে মেয়ে ও মাকে হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে মারধর করেছে প্রতিপক্ষরা। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনাটি ঘটেছে ২৪ অক্টোবর শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গড়ইখালী ইউনিয়নের ফরিরাবাদ গ্রামে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গড়ইখালী গ্রামের মোছাঃ শিউলী বেগমের (২৩) স্বামী মোঃ ইমরান শেখ ও তার পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতিবেশী মোঃ হাফিজুর রহমান এর ছেলে মোঃ কাসেম (১৯) মোছাঃ কুলসুম বেগম (৩৮) মোছাঃ জোহুরা বেগম (৩০) ও মোছাঃ তানিয়া বেগমের (১৯) পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধ চলছিল। ঘটনার দিন দুপুরে বিরোধপূর্ণ জমির সীমানা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে শিউলী বেগমের বাড়ির সিমানার বেড়া ভাংতে থাকে ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করে। এ সময় শিউলী বেগম ও তার মা মমতাজ বেগম প্রতিবাদ করলে অভিযুক্তরা তাদের উপর এলোপাতাড়ি হামলায় শিউলী বেগম ও তার মায়ের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। একপর্যায়ে অভিযুক্ত মোঃ কাসেম শিউলীর মা মমতাজ বেগমের গলা চেপে ধরে হত্যার চেষ্টা করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় মা-মেয়েকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে শিউলী বেগমের মা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ বিষয়ে ঘটনার তদন্তকারী কর্মকর্তা এসআই আজিজুর রহমান সরজমিন পরিদর্শন করে উল্লেখিত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনগত ব্যবস্থা চলমান রয়েছে। স্থানীয় সচেতন মহল হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।






মাগুরায় ভোটকেন্দ্রে বসানো সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
মাগুরায় ড্রিম মাশরুম সেন্টারের নামে বানোয়াট ও মিথ্যা প্রতিবেদনের বিষয়ে সংবাদ সম্মেলন
পাইকগাছায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যা
পাইকগাছায় অগ্নিকাণ্ডে কলেজ কর্মচারীর বসতঘর পুড়ে ভস্মীভূত ; দুটি পশু দগ্ধ
পাইকগাছায় বিশেষ কম্বিং অপারেশনে অবৈধ নেটজাল জব্দ ও বিনষ্ট
নড়াইলে সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ও ৮০০ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেফতার ৪
পাইকগাছায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
তালায় খেয়া থেকে কপোতাক্ষ নদে পড়ে যাওয়া রবিউলের লাশ উদ্ধার
মাগুরায় যৌথ অভিযানে ১১ ইটভাটায় ২৫ লক্ষ টাকা জরিমানা 