বুধবার ● ১৯ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় মাদক কারবারি লুৎফর রহমানকে ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড
পাইকগাছায় মাদক কারবারি লুৎফর রহমানকে ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় আলোচিত মাদক কারবারি লুৎফর রহমানকে মাদকসহ আটকের পর তাকে ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। ১৮ নভেম্বর মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার কপিলমুনি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। স্থানীয়রা জানান, এলাকার আলোচিত মাদক কারবারি হিসেবে পরিচিত লুৎফর রহমান পাইকগাছা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেনের পিতা।
সূত্রে জানা যায়, লুৎফর রহমান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। ১৮ নভেম্বর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে রাব্বীর নেতৃত্বে খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ টিম কপিলমুনি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে রাব্বী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে লুৎফর রহমানকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং তাকে খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিমের কাছে সোপর্দ করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী জানান, মাদক কারবারি লুৎফর রহমানকে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
ঘটনাটি প্রকাশ পাওয়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।






মাগুরায় গরুচোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা
লোহাগড়ায় চালককে কুপিয়ে ও পিটিয়ে হত্যাচেষ্টা, ইজিবাইক ও টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ
নড়াইলে ইজিবাইক চালককে কুপিয়ে ও পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ
শ্বাসরুদ্ধকর অভিযানে সুন্দরবনে জিম্মি উদ্ধার অভিযানে ৩ ডাকাতসহ আটক ৬
মাগুরা অনুমোদনহীনভাবে অতিরিক্ত গ্যাস মজুদের দায়ে ১ লাখ টাকা জরিমানা
পাইকগাছায় যৌথ বাহিনীর অভিযানে ১টি এয়ারগান উদ্ধার
পাইকগাছায় সাংবাদিক পরিচয়ে ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবির অভিযোগে মানববন্ধন
লোহাগড়ায় কিন্ডার গার্টেন স্কুলের পরিচালকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে মানববন্ধন
পাইকগাছায় ৬৭ পিচ ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
পাইকগাছায় ইয়াবাসহ আটক- ২ 