শনিবার ● ১৭ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রকৃতি » বিপন্ন বৈলাম গাছ সংরক্ষণে ৬৪ জেলায় প্রতীকী বৈলাম গাছ রোপণ
বিপন্ন বৈলাম গাছ সংরক্ষণে ৬৪ জেলায় প্রতীকী বৈলাম গাছ রোপণ
মাগুরা প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় বাংলাদেশে প্রথমবারের মতো বিরল ও বিপন্ন প্রজাতির বৈলাম গাছ নিয়ে ৬৪ জেলায় প্রতীকী বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা ভ্রমণ চালিয়ে যাচ্ছেন পরিবেশ সংগঠক মাহবুবুর ইসলাম পলাশ।
শুক্রবার সকাল ১০ টার সময় সরকারি হোসেন শহিদ সোহরাওয়ার্দী কলেজ মাগুরার প্রশাষনিক ভবন চত্তরে এই ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে মাগুরা জেলা তাঁর ভ্রমণের ৫৫তম জেলায় বৈলাম গাছ রোপণ করা হয়।
মাগুরা জেলায় আয়োজিত এই কর্মসূচিতে বৈলাম গাছ রোপণের পাশাপাশি স্থানীয় জনগণ, শিক্ষার্থী ও পরিবেশকর্মীদের মাঝে পরিবেশ সচেতনতার বার্তা তুলে ধরা হয়। আয়োজকরা জানান, বৈলাম গাছ আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ দেশীয় প্রজাতি হলেও অবহেলা ও অপরিকল্পিত উন্নয়নের কারণে এটি দিন দিন বিলুপ্তির পথে। এই গাছ সংরক্ষণ করা মানেই পাখি, কীট-পতঙ্গ ও অন্যান্য প্রাণীর নিরাপদ আবাস নিশ্চিত করা।
এসময় উপস্থিত ছিলেন সরকারি হোসেন শহিদ সোহরাওয়ার্দী কলেজ মাগুরা এর প্রফেসর ডাঃ আলফাজ উদ্দিন, ছাত্র প্রতিনিধি শফিকুল ইসলাম শফিক এবং শিক্ষক ও ছাত্র ছাত্রী বৃন্দ।
মাহবুবুর ইসলাম পলাশ বলেন, দেশীয় ও বিপন্ন প্রজাতির গাছ রক্ষা না করলে ভবিষ্যৎ প্রজন্ম একটি প্রাণহীন বাংলাদেশ পাবে। বৈলাম গাছ শুধু একটি বৃক্ষ নয়, এটি আমাদের প্রকৃতি ও জীববৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই উদ্যোগের মাধ্যমে আমি মানুষকে সচেতন করতে চাই।
তিনি আরও জানান, ৬৪ জেলায় ভ্রমণ করে প্রতীকীভাবে বৈলাম গাছ রোপণের মূল উদ্দেশ্য হলো দেশব্যাপী একটি পরিবেশবান্ধব আন্দোলন গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে প্রকৃতি রক্ষায় সম্পৃক্ত করা। সরকারি হোসেন শহিদ সোহরাওয়ার্দী কলেজ মাগুরা এর প্রফেসর ডাঃ আলফাজ উদ্দিন এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের কর্মসূচি পরিবেশ রক্ষায় জনগণের মধ্যে ইতিবাচক সচেতনতা সৃষ্টি করে এবং দেশীয় প্রজাতির গাছ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উল্লেখ্য, পরিবেশ ও প্রকৃতির পাঠশালা” উদ্যোগের মাধ্যমে মাহবুবুর ইসলাম পলাশ দীর্ঘদিন ধরে বন্যপ্রাণী সংরক্ষণ, বৃক্ষরোপণ, পরিবেশ শিক্ষা ও দূষণবিরোধী কার্যক্রম পরিচালনা করে আসছেন। মাগুরায় ৫৫তম জেলা সম্পন্ন করার মাধ্যমে তিনি ৬৪ জেলার লক্ষ্য পূরণের আরও কাছাকাছি পৌঁছেছেন।
সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তাঁর এই ব্যতিক্রমী উদ্যোগ ইতোমধ্যেই পরিবেশ আন্দোলনে একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।






উৎকট গন্ধের গন্ধভাদালী ভেষজগুণ সম্পন্ন
জলবায়ু পরিবর্তনের কারণে পাইকগাছায় দেরিতে খেজুর গাছ পরিচর্যা করছে গাছিরা
মনোরম সৌন্দর্যের লাল মুক্তঝুরি ফুল
রেড পামকিন বিটল পোকা
পৌষ্পিক সৌন্দর্যের দাদমর্দন ঔষধি গুণে ভরা
পাইকগাছায় পতিত জমিতে কাগজি লেবুর বাম্পার ফলন
বন টেপারি বা ফটকা ভেষজ উদ্ভিদ
পাইকগাছায় আঁশফলের ফলন ভালো; বাজারে চাহিদা বেড়েছে
পাইকগাছায় কাঁঠালের ফলন ভাল হয়নি; তবে ভালো দামে খুশী চাষিরা 