শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

SW News24
রবিবার ● ১২ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » কৃষি » ডুমুরিয়ার গোবিন্দকাটিতে শীম চাষে অধিক সাফল্য হয়েছেন বর্গাচাষী সুরেশ্বর
প্রথম পাতা » কৃষি » ডুমুরিয়ার গোবিন্দকাটিতে শীম চাষে অধিক সাফল্য হয়েছেন বর্গাচাষী সুরেশ্বর
৬০২ বার পঠিত
রবিবার ● ১২ ফেব্রুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ডুমুরিয়ার গোবিন্দকাটিতে শীম চাষে অধিক সাফল্য হয়েছেন বর্গাচাষী সুরেশ্বর

---

অরুন দেবনাথ ডুমুরিয়া ঃ  ডুমুরিয়া উপজেলার বরাতিয়া ব্লকে গোবিন্দকাটি গ্রামে শীম সবজি চাষে অধিক সাফল্য হয়েছেন বর্গাচাষী সুরেশ্বর মল্লিক। স্থানীয় ও সরজমীনে গিয়ে জানাগেছে, ডুমুরিয়া উপজেলার চুকনগরের বরাতিয়া ব্লকের গোবিন্দকাটি গ্রামের হত দরিদ্র মৃত অধীর মল্লিকের পুত্র সুরেশ্বর তিনি স্বাবলম্বী হওয়ার কথা ভেবে শুরু করেন কৃষি কাজ। কিন্তু পৈত্রিক সূত্রে তার নেই কোন আবাদযোগ্য জমিজমা। গ্রামের ধনী পরিবারের লোকজনদের কাছ থেকে জমি বর্গা নিয়ে শুরু করেন বিভিন্ন ধরণের সবজীর চাষ। বর্তমানে সে ২ বিঘা জমিতে শীমের চাষ করেছে। শীমের বাজারে দাম ভালো থাকায় অধিক লাভবানের আশংঙ্খা করছেন। তিনি এ প্রতিবেদককে জানান, গতকাল তার ক্ষেতে প্রায় ৪’শ কেজি শীম উঠছে। প্রতি কেজি শীম পাইকারী ২৫ টাকা দরে বিক্রি করছেন। ২ বিঘা জমিতে চাষ করতে তার খরচা হয়েছে প্রায় ১৫ হাজার টাকা। এ পর্যন্ত তার ৪৫ হাজার টাকা বিক্রি হয়েছে। তিনি আরো বলেন বাজার দর ঠিক থাকলে এখনও ৪০ হাজার টাকার শীম বিক্রি হবে। তিনি রাসায়নিক সার হিসেবে ব্যবহার করেছেন গুটি ইউরিয়া। এ প্রসঙ্গে ডুমুরিয়া উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম জানান, সুরেশ্বর মল্লিক একজন ভালো পেশাজিবী কৃষক।





আর্কাইভ