মঙ্গলবার ● ২৬ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » কৃষি » মাগুরার খালে-বিলে দেশি জাতের ছোট মাছ ধরার ধুম
মাগুরার খালে-বিলে দেশি জাতের ছোট মাছ ধরার ধুম
![]()
মাগুরা প্রতিনিধি : ভাদ্র মাসের শুরুতে মাগুরার বিভিন্ন নদ-নদী ও খাল-বিলের পানি বেড়েছে । আশ্বিন মাসের শুরুর দিকে এসে এ পানি কমতে শুরু করেছে । পানি কমে যাওয়ার সাথে সাথে জেলার জেলেরা মাছ ধরার উৎসবে মেতে উঠেছে । মাগুরা সদর ,শালিখা ,শ্রীপুর ও মহম্মদপুর উপজেলার বিভিন্ন খাল-বিলে জেলেরা এখন ব্যস্ত সময় পার করছেন মাছ ধরতে ।জেলেদের জালে এখন ধরা পড়ছেদেশি জাতের সুস্বাদু মাছ । এর মধ্যে রয়েছে পুঁটি,টেংরা , মায়া,ছোট ব্যাইম, চিংড়ি,ছোট টাকি ,পাপতা ,চেলা ইত্যাদি বিভিন্ন ধরনের মাছ ।
জেলেদের পাশাপাশি সব বয়সী মানুষ খালে বিলে মাছ ধরছে । অনেকে শখ করে মাছ ধরে আনন্দ পাচ্ছে ।
সদরের বিল আকছি গ্রামের আমিরুল জানান , আমাদের বিলে এখন পানি কমে যাওয়ায় প্রচুর দেশি মাছ পাওয়া যাচ্ছে । ভোর হতেই গ্রামের অনেক মানুষ জাল ,পলো নিয়ে বিলে মাছ ধরছে । অনেকে আবার সকাল থেকে বিকাল পর্যন্ত মাছ ধরছে । তিনি আরো জানান,দেশি মাছ বেশি সুস্বাদু হওয়ায় অনেকে মাছ ধরছে বেশি ।
অন্যদিকে , হাটে-বাজারে বেড়েছে মাছ ধরার যন্ত্র ধুন্নি ও জাল বিক্রির ধুম । মাগুরা নতুন বাজারে সাপ্তাহিক হাটে খোজ নিয়ে দেখা গেছে বিভিন্ন স্থান থেকে মানুষ এসে এ জাল ও ধুন্নি কিনছে ।
নতুন বাজারে নবগঙ্গা খালে সকালে মাছ ধরছিলেন জেলে নরেশ বিশ্বাস । তিনি জানান , আমরা কয়েকজন জেলে ছোট নৌকা জাল টেনে মাছ ধরছি । এ খালে এখন পানি কমে যাওয়ায় মাছ ভালো পড়ছে । প্রতিদিন আমাদের জালেছোট সাইজের পুটি ও টেংরা,গুড়ো চিংড়ি মাছ উঠছে জালে । আমরা প্রতি কেজি মাছ ৬০-৭০ টাকায় বিক্রি করছি । মাছের ক্রেতা ভালো । প্রতিদিন ১ হাজার থেকে ১৫ টাকা আমরা পাচ্ছি ।






পাইকগাছায় কৃষকদের মাঝে পুষ্টি বাগান স্থাপনে উপকরণ বিতরণ
লতিকচু চাষে আলোর মুখ দেখছেন রফিকুল
পাইকগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
মাগুরায় পরিবেশ নিরাপত্তায় পেস্ট কন্ট্রোল বিষয়ক সচেতনামুলক সভা
বহুমুখী ফসল উৎপাদনে পাইকগাছার কৃষি অর্থনীতি বদলে যাচ্ছে
শ্রীপুরে পোনামাছ অবমুক্তকরণ
ফরিদপুরের আলফাডাঙ্গায় বিনামূল্যে মাষকলাই বীজ ও সার পেয়ে কৃষকের মুখে হাঁসি
২০ বছর পর কালিয়ার বিলে আউস ও আমন ধানের ব্যাপক ফলন; কৃষকের মুখে হাসি
পাইকগাছায় জনপ্রিয় হয়ে উঠেছে ঘেরের আইলে সবজি চাষ
পাইকগাছায় পোনা মাছ অবমুক্ত কর্মসূচির উদ্বোধন 