মঙ্গলবার ● ২৬ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » কৃষি » মাগুরার খালে-বিলে দেশি জাতের ছোট মাছ ধরার ধুম
মাগুরার খালে-বিলে দেশি জাতের ছোট মাছ ধরার ধুম
![]()
মাগুরা প্রতিনিধি : ভাদ্র মাসের শুরুতে মাগুরার বিভিন্ন নদ-নদী ও খাল-বিলের পানি বেড়েছে । আশ্বিন মাসের শুরুর দিকে এসে এ পানি কমতে শুরু করেছে । পানি কমে যাওয়ার সাথে সাথে জেলার জেলেরা মাছ ধরার উৎসবে মেতে উঠেছে । মাগুরা সদর ,শালিখা ,শ্রীপুর ও মহম্মদপুর উপজেলার বিভিন্ন খাল-বিলে জেলেরা এখন ব্যস্ত সময় পার করছেন মাছ ধরতে ।জেলেদের জালে এখন ধরা পড়ছেদেশি জাতের সুস্বাদু মাছ । এর মধ্যে রয়েছে পুঁটি,টেংরা , মায়া,ছোট ব্যাইম, চিংড়ি,ছোট টাকি ,পাপতা ,চেলা ইত্যাদি বিভিন্ন ধরনের মাছ ।
জেলেদের পাশাপাশি সব বয়সী মানুষ খালে বিলে মাছ ধরছে । অনেকে শখ করে মাছ ধরে আনন্দ পাচ্ছে ।
সদরের বিল আকছি গ্রামের আমিরুল জানান , আমাদের বিলে এখন পানি কমে যাওয়ায় প্রচুর দেশি মাছ পাওয়া যাচ্ছে । ভোর হতেই গ্রামের অনেক মানুষ জাল ,পলো নিয়ে বিলে মাছ ধরছে । অনেকে আবার সকাল থেকে বিকাল পর্যন্ত মাছ ধরছে । তিনি আরো জানান,দেশি মাছ বেশি সুস্বাদু হওয়ায় অনেকে মাছ ধরছে বেশি ।
অন্যদিকে , হাটে-বাজারে বেড়েছে মাছ ধরার যন্ত্র ধুন্নি ও জাল বিক্রির ধুম । মাগুরা নতুন বাজারে সাপ্তাহিক হাটে খোজ নিয়ে দেখা গেছে বিভিন্ন স্থান থেকে মানুষ এসে এ জাল ও ধুন্নি কিনছে ।
নতুন বাজারে নবগঙ্গা খালে সকালে মাছ ধরছিলেন জেলে নরেশ বিশ্বাস । তিনি জানান , আমরা কয়েকজন জেলে ছোট নৌকা জাল টেনে মাছ ধরছি । এ খালে এখন পানি কমে যাওয়ায় মাছ ভালো পড়ছে । প্রতিদিন আমাদের জালেছোট সাইজের পুটি ও টেংরা,গুড়ো চিংড়ি মাছ উঠছে জালে । আমরা প্রতি কেজি মাছ ৬০-৭০ টাকায় বিক্রি করছি । মাছের ক্রেতা ভালো । প্রতিদিন ১ হাজার থেকে ১৫ টাকা আমরা পাচ্ছি ।






পাইকগাছায় হলুদ ফুলে ভরে গেছে সরিষার ক্ষেত
পাইকগাছায় আগাম বোরো আবাদের বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষক
কেশবপুরে তুলার আবাদে ভাগ্য বদলের স্বপ্ন দেখছে চাষীরা
মাগুরায় ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষক
পাইকগাছায় আমন ধান কাটা উৎসব শুরু
পাইকগাছায় আপনা আপনি জন্ম নেয়া একটি ডাট শাক ৯ ফুটের বেশী উচু হয়েছে
পাইকগাছায় হলুদ চাষে লাভবান হচ্ছেন কৃষক
কেশবপুরে ড্রাগন চাষে সাড়া ফেলেছেন তরুণ উদ্যোক্তা নান্টু সাহা
পাইকগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধানের বীজ বিতরণ
অগ্নিশ্বর কলা চাষে নজর কেড়েছেন অলক বিশ্বাস 