বৃহস্পতিবার ● ১৯ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
পাইকগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় রবি/খরিপ-১ (২০১৭-১৮) মৌসুমে ভুট্টা ও গ্রীষ্মকালীন তিল ও মুগ ফসলের উৎপাদন বৃদ্ধির প্রনোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিস চত্ত্বরে উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, আওয়ামীলীগনেতা অধ্যক্ষ লুৎফর রহমান, প্রাক্তন সহকারী কৃষি অফিসার আহম্মদ আলী মোড়ল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরিফুজ্জামান । বক্তব্য রাখেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সরাজ উদ্দীন, প্রকাশ চন্দ্র মন্ডল, মিন্টু রায়, লতিফা সুলতানা, কৃষক শ্যামাপদ মন্ডল, অনুকূল ব্যানার্জী, রিতা মন্ডল ও আরিফা বেগম। অনুষ্ঠানে ২২৫ জন কৃষককে তিল, ১৩০ জনকে মুগ ও ৯০ জন কৃষককে বিনামূল্যে ভুট্টা বীজ ও রাসায়নিক সার প্রদান করা হয়।