বৃহস্পতিবার ● ১৯ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় বাড়ীর ছাদে টবে কমলা লেবুর চাষ করে সফল মোহাম্মদ আলী
পাইকগাছায় বাড়ীর ছাদে টবে কমলা লেবুর চাষ করে সফল মোহাম্মদ আলী
![]()
নাসরিন সুলতানা রানী ॥
পাইকগাছায় ছাদের উপর টবে কমলা লেবুর আবাদ করে সফল হয়েছে মোহাম্মদ আলী সরদার। ছাদের উপর ছোট গাছে প্রচুর পরিমাণে কমলা লেবু ধরেছে। কাঁচা-পাঁকা কমলা লেবু দেখে স্থানীয় পথচারীদের নজর কারছে। বাড়ীটি মেইন রোড সংলগ্ন হওয়ায় পথচারীরা ছোট গাছের প্রচুর পরিমাণ কমলা লেবুর ছবি মোবাইল ফোনে ধারণ করছে।
জানাগেছে, পাইকগাছার গোপালপুর গ্রামের পিচের মাথা নামক স্থানে মেইন সড়ক সংলগ্ন মোহাম্মদ আলী বাড়ী সহ দোকান। এক তলা বাড়ী ছাদের উপর হাফ ড্রামে কমলা লেবুর চারা লাগিয়েছে। মোহাম্মদ আলী জানান, প্রায় সাড়ে তিন বছর আগে শখের বসে তালা থেকে লেবুর চারাটি ২শ টাকায় ক্রয় করে ছাদের উপর টবে রোপন করে। প্রথম বছর ২০ থেকে ২৫টি গাছে লেবু ধরে। গত বছর গাছটিতে প্রায় আড়াই’শ লেবু ধরে। তবে এ বছর প্রচন্ড তাপদাহ ও ঠিকমত পরিচর্যা না করায় গাছের একটি ডাল মরে যাওয়ায় লেবু কম ধরেছে। তারপরও গাছে প্রায় দেড়’শতর মত লেবু ধরেছে। গাছের লেবু নিজের পরিবার ও পরিচিতজনদের ভিতরে বিতরণ করে বলে মোহাম্মদ আলী জানিয়েছে। ছোট গাছে প্রচুর পরিমাণ লেবুর ফলন হওয়ায় মোহাম্মদ আলী এ বছর আরো ৩টি গাছ ছাদের উপর টবে রোপন করবে বলে জানিয়েছে। তবে এ ব্যাপারে কৃষি অফিসের কোন সহযোগিতা ছাড়াই নিজের বুদ্ধি দিয়ে ড্রামে লেবুর আবাদ করে সফল হয়েছে। মোহাম্মদ আলীর ছাদে লেবুর ফলন দেখে অনেকেই নিজেদের বাড়ীর ছাদে মাল্টা ও কমলা লেবুর আবাদ করার পরিকল্পনা করছে বলে জানাগেছে। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এএইচএম জাহাঙ্গীর আলম জানান, শহর এলাকায় বাড়ীর ছাদে অনেকে বাগান করে। তবে গ্রাম এলাকায় সৌখিন দুই একজন ব্যাক্তি বাড়ীর ছাদে বাগান তৈরী করে। এ ব্যাপারে ছাদ বাগানের মালিক কোন পরামর্শ চাইলে কৃষি অফিস থেকে তাদেরকে পরিচর্যার পরামর্শ সহ বিভিন্ন দিকনির্দেশনা দেয়া হয়।






কেশবপুরে পানি নিষ্কাশন বন্ধ থাকায় জলাবদ্ধ অর্ধশত বিলে বোরো আবাদ অনিশ্চিত
মাগুরায় মধু চাষে বাজিমাত আলামিনের
তীব্র শীত ও ঘন কুয়াশায় পাইকগাছায় বোরো আবাদ স্থবির হয়ে পড়েছে
তীব্র শীতে পাইকগাছার নারীরা ফসলের মাঠে
শ্যামনগরে লবণ সহনশীল কৃষি ফসল ও সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ
মাগুরায় সরিষার বাম্পার ফলনের আশা
মাগুরায় আগাম পেঁয়াজ চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা
পাইকগাছায় আমন ধানের ফলন ভাল হলেও ধানের মূল্য কমে কৃষক হতাশ
পাইকগাছায় হলুদ ফুলে ভরে গেছে সরিষার ক্ষেত
পাইকগাছায় আগাম বোরো আবাদের বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষক 