বৃহস্পতিবার ● ২২ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » অপরাধ » কেশবপুরে ভ্রাম্যমান আদলতে ৯ ভাটা শ্রমিকসহ ১১জনকে কারাদন্ড
কেশবপুরে ভ্রাম্যমান আদলতে ৯ ভাটা শ্রমিকসহ ১১জনকে কারাদন্ড

এম. আব্দুল করিম, ুকেশবপুর, (যশোর)
যশোরের কেশবপুরে মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ জামান ব্রিকস এর ৯ জন শ্রমিক ও বাল্য বিবাহের অপরাধে ২জনসহ ১১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসন সুত্রে জানাগেছে, হাইকোর্ট ও জেলা প্রশাসকের নির্দেশে বৃহস্পতিবার যশোর জেলা ম্যাজিস্ট্রেট এ কেএম নওশাদ ও কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মিজানূর রহমান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পৌর শহরের ভোগতি গ্রামে নির্মিত অবৈধ জামান ব্রিকস, উপজেলার কাস্তা-বারুইহাটির রোমান ব্রিকস ও সাতবাড়িয়া বাজারের সুপার ব্রিকসের কার্যক্রম বন্ধ করে দেন। জেলা প্রশাসকের নিষেধাজ্ঞার আদেশ অমান্য করে কার্যক্রম অব্যহত রাখার অপরাধে উপজেলারসহকারি কমিশনার (ভুমি) মো. এনামুল হক মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর ক্ষমতাবলে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে জামান ব্রিকসের শ্রমিক উপজেলার বরনডালি গ্রামের কামরুজ্জামান (২৮), শেখপুরা গ্রামের বাদশা (২৪), বিল্লাল হোসেন (২৮), আজিবর সরদার (৪৮), আজিবর শেখ(২৬), ওজিয়ার মোড়ল (৩৯), মারুফ দফাদার (২৬), জুলমত মোড়ল (৩৪) ও ভোগতি গ্রামের আব্দুল কাদের (৫০)সহ ৯ জনকে ৭ দিনের কারাদন্ড প্রদান করেন। এসময় ভাঁটা মালিক মমতাজ বেগমসহ অন্যরা পালিয়ে যায়। অন্যদিকে একই দিনে বাল্য বিবাহের অপরাধে উপজেলার ব্যালোকাটি গ্রামের কনের মামা আব্দুর রাজ্জাক(৪৫) ও একই গ্রামের বরের মা ফরিদা বেগম(৩৫) কে উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানূর রহমান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬মাসের কারাদন্ড প্রদান করেন।






বাসে অজ্ঞান পার্টির খপ্পরে শ্রমিক; আটক অজ্ঞান পার্টির সদস্য
পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় ভিক্ষুক সোহরাব আলীর মর্মান্তিক মৃত্যু
নড়াইলের কালিয়ায় দুই শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ, সহকর্মীদের মারধর !
পাইকগাছায় ভেজাল বিরোধী অভিযানে ২ ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা
কেশবপুরে মাদক ও পুলিশের পোশাকসহ একজন আটক
মাগুরার বলু গ্রামে লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন
পাইকগাছায় মেয়ে ও মাকে নির্মমভাবে মারধর; থানায় অভিযোগ
পাইকগাছা পৌর সদরে কাঠ পুড়িয়ে চিংড়ি শুকানোর ধোঁয়ায় অতিষ্ঠ এলাকাবাসী
পাইকগাছার দুই ডাকাত কেশবপুরে আটক; থানায় মামলা
মাগুরায় সালিশি বৈঠককে কেন্দ্র করে হাতুড়ি পেটায় এক ব্যক্তি নিহত 