শনিবার ● ১১ মে ২০১৯
প্রথম পাতা » কৃষি » পাইকগাছার নার্সারীগুলোতে মাল্টার চারা উৎপাদন বেড়েছে
পাইকগাছার নার্সারীগুলোতে মাল্টার চারা উৎপাদন বেড়েছে

এস ডব্লিউ নিউজ ॥
উপকূল অঞ্চলের লবণাক্ত মাটিতে মাল্টার আবাদ ভাল হওয়ায় গদাইপুরের নার্সারীগুলোতে মাল্টার চারা উৎপাদন ও সরবরাহ বেড়েছে। কয়েক বছরের মধ্যে উপকূলের বিভিন্ন জেলায় মাল্টার আবাদ ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে। পাশাপাশি নার্সারী গুলোতে মাল্টার চারা উৎপাদনও বেড়ে গেছে। নার্সারীর মালিকরা দেশী-বিদেশী বিভিন্ন উন্নত জাতের মাল্টার চারা সংগ্রহ করছে। বারী মাল্টা-১ নামে বাংলাদেশের একটি উন্নত জাত উদ্ভাবিত হয়েছে। যার চাহিদা রয়েছে প্রচুর। সম্প্রতি গদাইপুরের সৌরভ নার্সারীতে স্থাপন করা হয়েছে ভারতীয় উন্নত জাতের ছাতুকা মাল্টার চারা। সৌরভ নার্সারীর মালিক আব্দুস সামাদ জানান, তিনি প্রায় ১২ থেকে ১৩ বছর নার্সারীর ব্যবসা করছেন। চলতি মৌসুমে ভারতীয় উন্নত জাতের ছাতুকা মাল্টার ৬০টি চারা সংগ্রহ করে নার্সারীতে স্থাপন করেছেন। এ জাতের মাল্টা সাইজে বড় ও সুমিষ্টি হয় এবং ফলনও বেশি ধরে। প্রতিটি চারা ২ হাজার টাকা ক্রয় করে নার্সারীতে ড্রামে স্থাপন করে পরিচর্যা সহ প্রায় ৩ হাজার টাকা খরচ হয়েছে। প্রতিটি চারা ৫ হাজার টাকা দরে বিক্রি করছেন। ইতিমধ্যে ১১টি চারা বিক্রি হয়েছে। একদিন পরপর মাল্টার চারায় পানির সেচ ও পরিচর্যা করছেন। প্রতিটি গাছের ডগায় ডগায় মাল্টা ফল ধরেছে। ফল পাঁকার পরে মাল্টা গাছে জোড় কলম করে চারা উৎপাদন করবেন বলে তিনি জানিয়েছেন। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এএইচএম জাহাঙ্গীর আলম জানান, উপকূলের লবণাক্ত মাটিতে মাল্টার আবাদ সফল হওয়ায় উপজেলার মাল্টার আবাদ ব্যাপকভাবে শুরু হয়েছে। চলতি মৌসুমে কৃষি অফিস থেকে উপজেলায় প্রায় শতাধিক মাল্টার বাগান তৈরী করা হয়েছে। মাল্টা লাভ জনক ব্যবসা হওয়ায় চাষীরাও মাল্টার আবাদে ঝুকছে। স্বল্প ব্যায়ে মাল্টা চাষে অধিক লাভ পাওয়ায় কৃষকরা আগামীতে আরো অধিক জমিতে মাল্টার বাগান করবে বলে তিনি জানান।






কেশবপুরে পানি নিষ্কাশন বন্ধ থাকায় জলাবদ্ধ অর্ধশত বিলে বোরো আবাদ অনিশ্চিত
মাগুরায় মধু চাষে বাজিমাত আলামিনের
তীব্র শীত ও ঘন কুয়াশায় পাইকগাছায় বোরো আবাদ স্থবির হয়ে পড়েছে
তীব্র শীতে পাইকগাছার নারীরা ফসলের মাঠে
শ্যামনগরে লবণ সহনশীল কৃষি ফসল ও সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ
মাগুরায় সরিষার বাম্পার ফলনের আশা
মাগুরায় আগাম পেঁয়াজ চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা
পাইকগাছায় আমন ধানের ফলন ভাল হলেও ধানের মূল্য কমে কৃষক হতাশ
পাইকগাছায় হলুদ ফুলে ভরে গেছে সরিষার ক্ষেত
পাইকগাছায় আগাম বোরো আবাদের বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষক 