রবিবার ● ৭ জুলাই ২০১৯
প্রথম পাতা » কৃষি » কেশবপুরে মাঁচায় মিষ্টি কুমড়া চাষে ঝুকছে কৃষকরা
কেশবপুরে মাঁচায় মিষ্টি কুমড়া চাষে ঝুকছে কৃষকরা

এম. আব্দুল করিম, কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুর উপজেলার বিভিন্ন মাঠে মাঁচায় মিষ্টি কুমড়া চাষ করে ব্যাপক সাফল্য পাওয়ায় লাভবান হচ্ছে তৃর্ণমুলের চাষীরা । ব্যাপকহারে মিষ্টি কুমড়া চাষে ঝুকছে উপজেলার প্রান্তিক চাষীরা। আর এ কারণে প্রতি বছর উপজেলার বিভিন্ন গ্রামে মিষ্টি কুমড়ার চাষ বৃদ্ধি পাচ্ছে।
সরেজমিন বাগদহা, সরাপপুর, ভালুকঘর গ্রামে গিয়ে দেখা যায়, মাঠে মাঠে মাঁচায় মিষ্টি কুমড়ার চাষ করায় ব্যাপক ফলন হয়েছে। বা¤পার ফলনে কৃষকের মুখেও হাঁসি ফুটেছে। মাঁচায় মিষ্টি কুমড়ার ক্ষেত পরিচর্যা করার সময় কৃষক নূরুল ইসলাম গাজীর সঙ্গে কথা বলে জানাগেছে, তিনি গত তিন বছর ধরে এ চাষ করছেন। প্রথম বছর ১৬ শতক জমিতে চাষ করে ভাল ফলন পাওয়ায় এ চাষে আরও আগ্রহী হয়ে উঠেন। এবার তিনি ৫৬ শতক জমিতে মাঁচায় মিষ্টি কুমড়া চাষ করেছেন। ক্ষেত পরিচর্যার সময় ওই কৃষক আরও বলেন, বা¤পার ফলনের কারণে এ বছর তিনি প্রায় লক্ষাধিক টাকা লাভ হবেন। একই গ্রামে কৃষক দ্বীন মোহাম্মদ গাজী, কামরুল ইসলাম, ভালুকঘরের হায়দারসহ প্রায় দেড়শতাধিক কৃষকের ক্ষেতে মিষ্টি কুমড়ার বা¤পার ফলন ধরেছে। কৃষক নূরুল ইসলাম গাজী বলেন, তাদের উৎপাদিত মিষ্টি কুমড়া বিক্রির জন্য হাট বাজারে নিয়ে যাওয়া লাগেনা। ব্যবসায়ীরা ক্ষেতে এসেই কিনে নিয়ে যান। সে ক্ষেত্রেও কৃষকরা লাভবান হন। বিভিন্ন গ্রামের প্রায় তিন শতাধিক কৃষক প্রায় ২৫০ বিঘা জমিতে এবার মিষ্টি কুমড়ার চাষ করে সাড়া ফেলেছেন। এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা বলেন, মাঁচায় আধুনিক পদ্ধতির মিষ্টি কুমড়ার চাষ খুবই পরিবেশ বান্ধব। মাছি পোকা দমনের জন্য সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করা হয় যা পরিবেশ বান্ধব। এ চাষে কীটনাশক ব্যবহার ব্যবহার না করলেও চলে। কেশবপুরের কৃষকরা মাচা পদ্ধতিতে মিষ্টি কুমড়া চাষ করে লাভবান হচ্ছেন। যে কারণে প্রতিবছর মিষ্টি কুমড়ার আবাদ বৃদ্ধি পাচ্ছে।






মোন্থার ঝড়ো বাতাসে বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের ধান মাটিতে পড়ে ব্যাপক ক্ষতি
শ্রীপুরে ৪ হাজার ৫’শ ২০ জন কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ
বিদেশ ফেরত সিদ্দিক মুন্সীর বারোমাসি সবজি চাষে ভাগ্য বদল
পেনিকেল ব্লাইট ধানের নতুন রোগ কৃষকের স্বপ্ন কুরে কুরে খাচ্ছে
মাগুরায় কৃষকদের মাঝে শীতকালীন সবজি বীজ বিতরণ
নড়াইলে ৫ সহস্রাধিক চাষিকে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
কেশবপুরে খুচরা সার বিক্রেতা আইডি কর্ডধারীদের বহাল রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
শীতকালীন আগাম সবজি চাষে লাখপতি সুশেন বালা
পাইকগাছায় আমনের ক্ষেতে কৃষকের স্বপ্ন দোল খাচ্ছে
পাইকগাছায় কৃষকদের মাঝে পুষ্টি বাগান স্থাপনে উপকরণ বিতরণ 