রবিবার ● ৫ জুলাই ২০২০
প্রথম পাতা » অপরাধ » আশাশুনির কুল্যায় বাড়ির লোককে অস্ত্রের মুখে জিম্মী করে দুর্ধর্ষ ডাকাতি
আশাশুনির কুল্যায় বাড়ির লোককে অস্ত্রের মুখে জিম্মী করে দুর্ধর্ষ ডাকাতি
আশাশুনি কুল্যা প্রতিনিধি: আশাশুনির কুল্যায় গভীর রাতে বাড়ির লোকদের অস্ত্রের মুখে জিম্মী করে দূর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাতে উপজেলার কুল্যা গ্রামের সাধু পাড়ায়। বুধহাটা বাজারের মুদি ব্যবসায়ী শিবপদ সাধুর ছেলে নিলকান্ত সাধু জানান, তিনি প্রতিদিনের ন্যায় সন্ধ্যায় দোকান বন্ধ করে বাড়ি ফিরে যথারীতি খাওয়া শেষে ঘুমিয়ে পড়ি। রাত্র ৩ টার দিকে ঘরের পেছনের জানালার গ্রীল ভেঙ্গে ২০/২২ বছর বয়সী ৫/৬ জন ছেলে বাড়ীর ভেতরে প্রবেশ করে। তারা একে একে বাড়ির সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এ সময় ঘরের আসবাবপত্র তছনছ করে, আলমীরাতে রাখা নগদ ২০ হাজার টাকা, ২ ভরি ওজনের স্বর্ণালঙ্কার ও ৩টি মোবাইল ফোন নেয়। ঘন্টা খানের ডাকাতির পর তারা বাড়ীর গেটের চাবী নিয়ে গেট খুলে চলে যায়।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) শেখ ইয়াছিন আলী ও আশাশুনি থানা অফিসার ইনচার্জ গোলাম কবির শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। এএসপি শেখ ইয়াছিন আলী অভিযুক্তদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান। অতি দ্রুত অপরাধীদের সনাক্ত করে তাদের আইনের আওতায় আনা হবে এবং এ ধরণের অপরাধ যেন আর না ঘটে, সে ব্যাপারে রাতে পুলিশি টহল জোরদার করা হবে বলে আশ^াস প্রদান করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা প্রস্তুতি চলছিল বলে নিলকান্ত সাধুর পরিবার সূত্রে জানাগেছে।






পাইকগাছায় মেয়ে ও মাকে নির্মমভাবে মারধর; থানায় অভিযোগ
পাইকগাছা পৌর সদরে কাঠ পুড়িয়ে চিংড়ি শুকানোর ধোঁয়ায় অতিষ্ঠ এলাকাবাসী
পাইকগাছার দুই ডাকাত কেশবপুরে আটক; থানায় মামলা
মাগুরায় সালিশি বৈঠককে কেন্দ্র করে হাতুড়ি পেটায় এক ব্যক্তি নিহত
মাগুরায় ভেজাল শিশু খাদ্য জব্দ ; দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা
মাগুরায় মাদকের টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে জখম
পাইকগাছায় স্কুল ছাত্রী গনধর্ষনের শিকার থানায় মামলা; গ্রেফতার-১
আবারও পাইকগাছায় নদী থেকে লাশ উদ্ধার
পাইকগাছার নদ-নদী থেকে একের পর এক লাশ উদ্ধারের ঘটনায় জনমনে আতঙ্ক ছড়াচ্ছে
পাইকগাছায় নদী থেকে লাশ উদ্ধার 