শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

SW News24
শনিবার ● ৫ জুন ২০২১
প্রথম পাতা » উপকূল » চলতি বছরেই কয়রায় শুরু হবে টেকসই বেড়িবাঁধ নির্মাণের কাজ —– সাংসদ বাবু
প্রথম পাতা » উপকূল » চলতি বছরেই কয়রায় শুরু হবে টেকসই বেড়িবাঁধ নির্মাণের কাজ —– সাংসদ বাবু
৪৯৫ বার পঠিত
শনিবার ● ৫ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চলতি বছরেই কয়রায় শুরু হবে টেকসই বেড়িবাঁধ নির্মাণের কাজ —– সাংসদ বাবু

---

 রামপ্রসাদ সরদার, কয়রা, খলনাঃ 
খুলনা-৬ আসনের সাংসদ আলহাজ্বআক্তারুজ্জামান বাবু বলেছেন, জলবায়ু পরিবর্তনজনিত বিরূপ প্রভাবে উপকুলীয় এলাকায় ৬০-এর দশকে নির্মিত ‘পাউবো’র বেড়িবা‍ঁধ ভারসাম্য হারিয়ে ফেলেছে। এজন্য ভবিষ্যতে এ অঞ্চলের মানুষের নিরাপদে বসবাসের জন্য মজবুত ও স্থায়ী বেড়িবাঁধের দাবীতে জাতীয় সংসদে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দ্রুত টেকসহ বেড়িবাঁধ নির্মাণের নির্দেশণা দেন। 
প্রধানমন্ত্রীর নির্দেশণা মতে উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণে সরকার ৮ হাজার কোটি টাকার চারটি প্রকল্প হাতে নিয়েছে। এরমধ্যে খুলনা ও সাতক্ষীরা উপকূলে ৪ হাজার কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। চলতি বছরেই শুরু হবে এসব প্রকল্পের কাজ। শুক্রবার (৪ জুন) দুপুর ১২টায় পরিকল্পনা কমিশন ও পাণি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ঘূর্ণিঝড় ইয়াসে ভেঙে যাওয়া কয়রার উত্তর বেদকাশী ইউনিয়নের গাঁতিরঘেরী ক্লোজার পরিদর্শণকালে উপকূলবাসীর উদ্দেশ্যে তিনি (সাংসদ) এসব কথা বলেন।
 
তিনি বলেন, স্থানীয় জনগণ ও বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী জলবায়ু পরিবর্তন ও দুর্যোগকে মাথায় রেখে স্থায়ী ও মজবুত বেড়িবাঁধ নির্মাণ করা হবে, যার নিচে ১০০ ফুট, উপরে ৩০ ফুট এবং উচ্চতা হবে ৩০ ফুট। এজন্য শুধুমাত্র ১৪নং পোল্ডারে ৯৫৭ কোটি ৩৮ লাখ টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে।
 
তিনি আরো বলেন, শুধু বেড়িবাঁধ নয়, পুরো উপকূলের উন্নয়নে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। এক্ষেত্রে হাওর উন্নয়ন বোর্ডের ন্যায় উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠনের বিষয়ও সরকার বিবেচনা করছে। আগামীতে বাঁধের ওপর দিয়ে রাস্তা নির্মাণ ও বাঁধের দুপাশে বনায়ন করতে হবে বাঁধ রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন প্রকল্প। ‍এগুলো বাস্তবায়নে এলাকার জনগণ সরকারের সঙ্গে থাকবেন বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, এজন্য ১০০ মিটারের মধ্যে চিংড়ি ঘের তৈরিতে সরকারের দেয়া নিষেধাজ্ঞা দ্রুত কার্যকর করা হবে।  
 
এ সময় উপস্থিত ছিলেন- পরিকল্পনা কমিশনের সেচ অনুবিভাগের যুগ্ম-প্রধান মোঃ এনামুল হক, পরিকল্পনা কমিশনের উপ-সচিব (পাণিসম্পদ) একেএম আবুল কালাম আজাদ, আইএমইডি পরিচালক উপ-সচিব মোহাম্মাদ শাহাদাত হোসাইন, পানিসম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ লুৎফর রহমান, পানি উন্নয়ন বোর্ড দক্ষিণ-পশ্চিম অঞ্চলের প্রধান প্রকৌশলী মোহাম্মদ রফিক উল্লাহ, পাউবো খুলনার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবুল হোসেন, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশেদুর রহমান, পাউবো কর্মকর্তা মশিউল আবেদীন, কয়রা থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম ফজলুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড়, সাংগঠনিক সম্পাদক এসএম বাহারুল ইসলাম, প্রচার সম্পাদক হারুন অর রশিদ, আ’লীগ সদস্য ও কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ অদ্রীশ আদিত্য মণ্ডল, উত্তর বেদকাশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সরদার নূরুল ইসলাম কোম্পানী, সাধারণ সম্পাদক গণেশ মণ্ডল, মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক  খয়রুল আলম, দক্ষিণ বেদকাশী ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক সমরেশ সরকার, আসাদুজ্জামান বুলবুল,  আ’লীগ নেতা ও ইউপি সদস্য হরষিত মণ্ডল, রমেশ চন্দ্র মণ্ডল, আছের আলী, মাছুদ রানা, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ত্রিদীপ কুমার মণ্ডল ও মেজবাহ উদ্দিন মাছুম, উপজেলা যুবলীগ নেতা এ্যাডঃ আরাফাত হোসেন ও মুুুুকুল বিশ্বাস, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু সাঈদ খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল, সহ-সভাপতি তরিকুল ইসলাম প্রমুখ। 

 





উপকূল এর আরও খবর

উপকূলের সংকট নিরসনে সম্মিলিত পদক্ষেপ গ্রহণের আহ্বান উপকূলের সংকট নিরসনে সম্মিলিত পদক্ষেপ গ্রহণের আহ্বান
বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ায় চারদিন যাবৎ;মাছধরা বন্ধ দুবলারচরে হাজার হাজার জেলে অলস সময় পার করছেন বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ায় চারদিন যাবৎ;মাছধরা বন্ধ দুবলারচরে হাজার হাজার জেলে অলস সময় পার করছেন
পাইকগাছায় উপকূল দিবস পালিত পাইকগাছায় উপকূল দিবস পালিত
১২ নভেম্বর উপকূল দিবস ঘোষিত হোক ১২ নভেম্বর উপকূল দিবস ঘোষিত হোক
উপকূলের সংকট নিরসনে রাজনৈতিক প্রতিশ্রুতি প্রয়োজন উপকূলের সংকট নিরসনে রাজনৈতিক প্রতিশ্রুতি প্রয়োজন
বঙ্গোপসাগরে মাছ আহরণে জন্য পাইকগাছার জেলে পল্লীতে ট্রলার তৈরির ধুম বঙ্গোপসাগরে মাছ আহরণে জন্য পাইকগাছার জেলে পল্লীতে ট্রলার তৈরির ধুম
পাইকগাছা শিবসা নদীর চরে আড়াই মন ওজনের শুশুক উদ্ধার পাইকগাছা শিবসা নদীর চরে আড়াই মন ওজনের শুশুক উদ্ধার
উপকূলীয় অঞ্চলকে দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করার দাবী উপকূলীয় অঞ্চলকে দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করার দাবী
জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ক্ষতিগ্রস্ত খুলনার উপকূলীয় এলাকা পরিদর্শন করলেন বেলজিয়ামের রানি জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ক্ষতিগ্রস্ত খুলনার উপকূলীয় এলাকা পরিদর্শন করলেন বেলজিয়ামের রানি
শ্যামনগরে উপকূল দিবসে উপকূলের মানুষের বাঁচার দাবী শ্যামনগরে উপকূল দিবসে উপকূলের মানুষের বাঁচার দাবী

আর্কাইভ