রবিবার ● ৫ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » অপরাধ » কলেজের পিয়ন জেল হাজতে; খোঁজ রাখেন না অধ্যক্ষ
কলেজের পিয়ন জেল হাজতে; খোঁজ রাখেন না অধ্যক্ষ
এস ডব্লিউ;
পাইকগাছা সরকারি কলেজের কর্মচারী মোঃ নজরুল ইসলাম নারী নির্যাতন মামলায় জেল হাজতে থাকলেও কলেজের অধ্যক্ষ কিছু জানেন না বলে জানা গেছে। কলেজের পিয়ন নজরুল ইসলামের হাজতবাস প্রায় দুই সপ্তাহ পার হতে চললেও কলেজ কর্তৃপক্ষ কোন খোঁজ না রাখায় এলাকার সচেতন মহলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। জানা গেছে খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে কলেজের কর্মচারি মোঃ নজরুল ইসলামের নামে মামলা হয়েছে। মামলা নং জিআর-৯১/১৪ ধারা ১১ (গ) না.শি.নি.দ. আইন ২০০০ সনের (সংশোধনী ২০০৩)। গত ২৫ নভেম্বর পাইকগাছা থানা পুলিশ তাকে গ্রেফতার করে এবং আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করেন। তবে কলেজের হাজিরা খাতায় পিয়ন নজরুলের নামে ২৭ তারিখ থেকে অনুপস্থিত বা ছুটি কোন কিছু লেখা নেই। তার নামের ঘরটি খালি রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক জানান, পিয়ন নজরুল ইসলাম নারী নির্যাতন মামলায় জেল হাজতে গেছে। এ খবর আমরা লোক মুখে শুনেছি। এ বিষয়ে অধ্যক্ষ ভালো বলতে পারেবন। এ ঘটনা নিয়ে কলেজ শিক্ষকদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
এ বিষয় কলেজের উপাধ্যক্ষ ও অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিহির বরণ মন্ডলের কাছে জানতে চাহিলে তিনি বলেন, নজরুল কয়েক দিন কলেজে আসছে না, ছুটি ও নেয়নি। সে জেল হাজতে আছে কিনা এ বিষয়ে জানতে চাহিলে তিনি বলেন, আমি তা জানিনা, মেয়ের বিয়ে ব্যস্ত আছি বিয়ে শেষ হলে খোজ খবর নিবো। আরও জানা গেছে বর্তমানে কলেজে ম্যানেজিং কমিটি না থাকায় উপজেলা নির্বাহী অফিসার সভাপতির দায়িত্ব পালন করছেন। এ বিষয় নির্বাহী অফিসারকে জানালে তিনি বলেন, এ বিষয়ে খোঁজ নিবো।






পাইকগাছায় স্কুলের পাশে অপরিচ্ছন্ন পরিবেশে পোল্ট্রি ফার্ম স্থাপন করায় মালিককে জরিমানা
নড়াইলে আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার
নড়াইলের কালিয়ায় জমি দখলের অভিযোগ, থানায় হয়রানিমূলক এজাহার
বাবাকে মারধর, শ্রীঘরে জামাই-শ্বশুর
পাইকগাছায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষ আহত ৬, বাড়িঘর ভাঙচুর লুটপাট
পাইকগাছায় শিবসা নদীর চর থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবক উদ্ধার
বাসে অজ্ঞান পার্টির খপ্পরে শ্রমিক; আটক অজ্ঞান পার্টির সদস্য
পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় ভিক্ষুক সোহরাব আলীর মর্মান্তিক মৃত্যু
নড়াইলের কালিয়ায় দুই শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ, সহকর্মীদের মারধর ! 