সোমবার ● ৩১ অক্টোবর ২০২২
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় পাউবো’র কর্মকর্তা কর্মচারীর উপর হামলায় আটক দু’আসামীর ২দিনের রিমান্ড মঞ্জুর
পাইকগাছায় পাউবো’র কর্মকর্তা কর্মচারীর উপর হামলায় আটক দু’আসামীর ২দিনের রিমান্ড মঞ্জুর
সম্প্রতি  ঘূর্নিঝড় ‘ সিত্রাং’এর প্রভাবে সৃষ্ট নিন্মচাপে উপকূলীয় অঞ্চলে ক্ষয়-ক্ষতির পরিমান হ্রাসের লক্ষে সরকারি নির্দেশনা অনুযায়ী পাইকগাছা পৌর সদরের জালালবাড়ী স্লুইস গেট তদারকি করতে গিয়ে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম হন পাউবো’র কর্মকর্তা-কর্মচারীরা।আহতদের তাৎক্ষনিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ আসামী রুদ্র মন্ডল ও খান জাহান আলী কে গ্রেফতার করে রিমান্ড আবেদন করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করেন। পরবর্তীতে গত ৩০ অক্টোবর রবিবার মামলার ধার্যদিনে আসামীদের পক্ষে আদালতে জামিনের আবেদন করলে আদালতের বিজ্ঞ বিচারক আসামীদের জামিন না মঞ্জুর করে আসামীদের বিপক্ষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। এ ঘটনার মুল হোতা কেষ্টপদ মন্ডল কে গ্রেফতারের জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে থানা পুলিশ। ঘূর্নিঝড় ‘ সিত্রাং’এর প্রভাবে সৃষ্ট নিন্মচাপে উপকূলীয় অঞ্চলে ক্ষয়-ক্ষতির পরিমান হ্রাসের লক্ষে সরকারি নির্দেশনা অনুযায়ী উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে গত ২৩ অক্টোবর রাতে পাউবো’র পাইকগাছা শাখার উপ-সহকারি প্রকৌশলী মোঃ রাজু হাওলাদার ও তার সঙ্গীয় সহকর্মী আবু তাহের গাজী,ইমরান, এরশাদ আলী এবং শিহাব হোসেন বাবু সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভেড়িবাধ সংলগ্ন স্লুইচ গেটে অবৈধ নেটপাটা দিয়ে পানির প্রবাহ বন্ধ আছে কিনা, অবৈধভাবে কেউ ব্লক বাধিয়ে পোল্ডারের অভ্যন্তরে পানি প্রবেশ করাচ্ছে কিনা এবং ঝুঁকিপূর্ন বাঁধের অবস্হা পরিদর্শনের উদ্দেশ্যে বের হন। এরই ধারাবাহিকতায় তারা পাইকগাছা পৌরসদরের বাতিখালি ৬নং ওয়ার্ডের পূর্ব ওয়াপদা সংলগ্ন স্লুইচ গেটের সামনে পৌছে দেখতে পান পাইকগাছা উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান কৃষ্ণ পদ মন্ডলের ছোট ভাই কেষ্ট পদ মন্ডল, তার ছেলে রুদ্র মন্ডল ও স্হানীয় খান জাহান আলী স্লুইচ গেটের মুখে  অবৈধ নেট পাটা দিয়ে স্লুইচ গেটের পানির প্রবাহ বাধা গ্রস্হ করছে। উপ-সহকারি প্রকৌশলী মোঃ রাজু হাওলাদার কেষ্ট পদ মন্ডলদের কে অবৈধ নেট পাটা অপসারনের মৌখিক নির্দেশ দিলে কেষ্ট পদ মন্ডলরা তুমুল বাক বিতন্ডায় জড়িয়ে পড়ে।বাক বিতন্ডার এক পর্যায়ে কেষ্ট পদ মন্ডলের নেতৃত্বে তার ছেলে রুদ্র মন্ডল ও স্হানীয় খান জাহান আলী দলবদ্ধ ভাবে দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত ভাবে পাউবো’র কর্মকর্তা ও কর্মচারীদের উপর সন্ত্রাসী হামলা চালায়। এ সন্ত্রাসী হামলায় পাউবো’র পাইকগাছা শাখার উপ-সহকারি প্রকৌশলী রাজু হাওলাদার,কার্য-সহকারি আবু তাহের ও গেট অপারেটর শিহাব হোসেন বাবু মারাত্মকভাবে রক্তাক্ত জখম হয় এবং একই সাথে তারা সরকারি টিভিএস মেট্রো ১০০সিসি মোটর সাইকেল ও ভাংচুর করে । এ সময় তাদের আত্ন চিৎকারে স্হানীয়রা ছুটে এসে তাদের কে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় পাউবো’র পাইকগাছা শাখার উপ-সহকারি প্রকৌশলী রাজু হাওলাদার বাদী হয়ে কেষ্ট পদ মন্ডল,রুদ্র মন্ডল ও খান জাহান আলী কে আসামী করে পাইকগাছা থানায় মামলা করেন। যার নং-২৬। এ সন্ত্রাসী হামলায় কার্য সহকারি আবু তাহেরের মাথা ফেঁটেছে ও গেট অপারেটর শিহাব হোসেন বাবু’র কান জখম হয়। প্রাথমিকভাবে তাদের কে পাইকগাছা উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।পরবর্তীতে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে ভর্তি করা হয়।  এ বিষয়ে মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই সুজিত ঘোষ জানান, এ ঘটনায় থানায় মামলা হলে আসামী রুদ্র মন্ডল ও খান জাহান আলী কে গ্রেফতার করে রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়। 
 পরবর্তীতে গত রবিবার মামলার ধার্যদিনে আদালতের বিজ্ঞ বিচারক আসামীদের জামিন না মঞ্জুর করে আসামীদের বিপক্ষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ মামলার প্রধান আসামী কেষ্টপদ মন্ডল কে গ্রেফতারের জোর চেষ্টা চালছে।

      
      
      




    পাইকগাছায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন    
    শ্রীপুরে  দু-গ্রুপের সংঘর্ষ আহত ৬, বাড়িঘর ভাঙচুর লুটপাট    
    পাইকগাছায় শিবসা নদীর চর থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবক উদ্ধার    
    বাসে অজ্ঞান পার্টির খপ্পরে শ্রমিক; আটক অজ্ঞান পার্টির সদস্য    
    পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় ভিক্ষুক সোহরাব আলীর মর্মান্তিক মৃত্যু    
    নড়াইলের কালিয়ায় দুই শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ, সহকর্মীদের মারধর !    
    পাইকগাছায় ভেজাল বিরোধী অভিযানে ২ ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা    
    কেশবপুরে মাদক ও পুলিশের পোশাকসহ একজন আটক    
    মাগুরার বলু গ্রামে লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন    
    পাইকগাছায় মেয়ে ও মাকে নির্মমভাবে মারধর; থানায় অভিযোগ    