শুক্রবার ● ২ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » পরিবেশ » পাইকগাছায় পাখির বাসার জন্য গাছে মাটির পাত্র স্থাপন
পাইকগাছায় পাখির বাসার জন্য গাছে মাটির পাত্র স্থাপন
পাইকগাছায় পাখি বাসার জন্য গাছে মাটির পাত্র স্থাপন অব্যাহত রেখেছে পরিবেশবাদী সংগঠণ বনবিবি।২ ডিসেম্বর শুক্রবার সকালে পরিবেশবাদি সংগঠণ বনবিবির উদ্যোগে বিভিন্ন গাছে পাখির বাসার জন্য ৫০টি মাটির পাত্র স্থাপন করা হয়। বন্য পাখি সুরক্ষা ও পাখির অভায়াশ্রয় গড়ে তোলার লক্ষে পাখির বাসার জন্য পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়, গোপালপুর প্রাথমিক বিদ্যালয়, নতুন বাজার, গদাইপুর, বোয়ালিয়া ব্রিজ রোড় এলাকার বিভিন্ন গাছে মাটির পাত্র স্থাপন করা হয়েছে।
মাটির মাত্র স্থাপন করার সময় উপস্থিত ছিলেন, বনবিবির সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, সুশান্ত বিশ্বাস, কার্তিক মণ্ডল প্রমুখ।
উল্লেখ্য, পরিবেশবাদি সংগঠণ বনবিবির উদ্যোগে ২০১৬ সাল থেকে উপজেলার বিভিন্ন গ্রাম ও সরকারি প্রতিষ্ঠানে অবস্থিত বিভিন্ন গাছে পাখি বাসার জন্য মাটির পাত্র স্থাপন কার্যক্রম অব্যাহত রয়েছে। এ পর্যন্ত উপজেলার বিভিন্ন গাছে প্রায ১ হাজার ৫ শত
মাটির পাত্র স্থাপন করা হয়েছে। তবে ঝড়ে গাছের ডালপালা ভেঙ্গে প্রায় তিন শতাধিক মাটির পাত্র ভেঙ্গে গেছে। যে সব গাছের মাটির পাত্র ভেঙ্গে গেছে সে গাছে পুনরায় পাখির বাসার জন্য মাটির পাত্র স্থাপন করা হচ্ছে। সংগঠনটি পাখির আবাসস্থল নিরাপদ ও পাখিদের বিচরণস্থল সংরক্ষনে সকলের সহযোগীতা কামনা করেছে।






পাইকগাছায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
পাইকগাছায় মুগ্ধতা ছড়াচ্ছে শরতের কাশফুল
খুলনায় পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় করণীয় শীর্ষক কর্মশালা
পাইকগাছায় চেচুঁয়া ফজিলাতুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বনবিবির বৃক্ষরোপন
পাইকগাছায় বোয়ালিয়া হিতামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বনবিবির বৃক্ষরোপন কর্মসুচি
পাইকগাছায় শকুন সচেতনতা দিবস পালিত
পাইকগাছায় শ্রীকণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বনবিবির বৃক্ষরোপন কর্মসুচি
পাইকগাছায় শহিদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বনবিবির বৃক্ষরোপন কর্মসুচি
বরিশালের সাতলার লাল শাপলা দেখতে দর্শনার্থীদের ভিড়
মাগুরায় সবুজ উৎসবে সম্মাননা পেল মাগুরা প্রেসক্লাব 