বৃহস্পতিবার ● ৮ জুন ২০২৩
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছার লস্কর ইউপি চেয়ারম্যান ও মহিলা ইউপি সদস্যের পাল্টা-পাল্টি অভিযোগ
পাইকগাছার লস্কর ইউপি চেয়ারম্যান ও মহিলা ইউপি সদস্যের পাল্টা-পাল্টি অভিযোগ

পাইকগাছায় লস্কর ইউপি চেয়ারম্যান কে,এম, আরিফুজ্জামান তুহিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে খুলনা ডিসি’র কাছে মহিলা ইউপি সদস্যে অরুনা বেগমের অভিযোগের ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গত ৪ জুন লস্কর ইউনিয়নের ১,২ ও ৩ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য অরুনা বেগম খুলনা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগে উল্লেখ করেন ইউপি চেয়ারম্যান কে,এম,আরিফুজ্জামান তুহিন ওয়ার্ড সদস্যদের মূল্যায়ন না করে ক্ষমতার অপব্যবহার করেন। পরিষদের নির্ধারিত বাজেটের চিঠিপত্র দেখায় না, মাসিক মিটিং না করে সদস্যদের কাছ থেকে স্বাক্ষর করে নেয়। এমনকি চেয়ারম্যান তার পছন্দের লোক দিয়ে আমার নামের বরাদ্দকৃত ভিজিডি কার্ডগুলো টাকার বিনিময়ে বিক্রয করেছেন। এ ছাড়া আমার ভাগের বরাদ্দের টাকায় চেয়ারম্যান লস্করের পূজা মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন ও ঘন্টা দান করে তার নিজের নামে প্রচার করেছেন। যার তথ্য প্রমান আমার কাছে রয়েছে। তাই প্রতিকার পেতে জেলা প্রশাসকের কাছে এ অভিযোগ করেছি।
এদিকে ডিসি’র কাছে অভিযোগের ঘটনায় ইউপি চেয়ারম্যান কে,এম,আরিফুজ্জামান তুহিন প্রতিবাদ সভা ডেকে মহিলা ইউপি সদস্য অরুনা বেগমের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছেন। ৭ জুন বুধবার সকালে ইউনিয়ন পরিষদে আয়োজিত অন্যান্য ইউপি সদস্যদের উপস্থিতিতে চেয়ারম্যান তুহিন অভিযোগ করেন মহিলা ইউপি সদস্য অরুনা বেগম একজন মামলাবাজ মহিলা। সে শুধু বিভিন্ন দপ্তরে অনেকের বিরুদ্ধে অভিযোগ করে হয়রানী করেন। এমনকি ওয়ার্ডে কার্ড দেয়ার নাম করে বিভিন্ন জনের কাছ থেকে টাকা নিয়ে কার্ড দিতে পারেনি এর প্রমানও আছে। এছাড়া সে পরিষদেও ঠিকমত আসেনা। তাই আমিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তার বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনের দাবী জানাচ্ছি।






পাইকগাছায় লিছু গাছ থেকে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
রাজশাহীতে গভীর গর্ত থেকে উদ্ধারের পর দুই বছরের শিশুটিকে মৃত ঘোষণা
পাইকগাছায় ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শাহিনুর আটক
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় গৃহকর্মী গ্রেপ্তার
মাগুরায় পুলিশের বিশেষ অভিযােনে ২২ আসামী গ্রেফতার
মাগুরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ নিহত ১; আহত ৫০
নড়াইলে ভ্যানচালক হত্যা মামলার আসামি বাগেরহাট থেকে গ্রেফতার; ৫ দিনের রিমান্ড আবেদন
নড়াইলে ভ্যানচালক হান্নান হত্যা মামলার আসামিদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
পাইকগাছায় দীঘিতে গোসল করতে গিয়ে আজিজুরের মৃত্যু
মাগুরা সদর উপজেলা ভূমি অফিস ও জেলা রেজিস্ট্রি অফিসের দলিল লেখকদের ৩টি ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা 