বৃহস্পতিবার ● ১৫ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় ফার্নিচারের কাঠগোলা পুড়ে ভস্মীভূত; সাত লক্ষ টাকার ক্ষতি
পাইকগাছায় ফার্নিচারের কাঠগোলা পুড়ে ভস্মীভূত; সাত লক্ষ টাকার ক্ষতি
পাইকগাছায় আগুন লেগে দুটি ফার্নিচারের কাঠগোলা ও একটি আবাসিক বাড়ির কাঠের ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে।আগুনে পুড়ে প্রায় সাড়ে সাত লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে পাইকগাছা পৌরসভার বাতিখালী জনতা ব্যাংকের পিছনে দুটি ফার্নিচারের কাঠগোলায় আগুন লাগার ঘটনা ঘটে।স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে চেঁচামেচিতে লোকজন জড়ো হয়ে আগুন নেভনোর চেষ্টা করেও ব্যর্থ হন। তাৎক্ষনিক ভাবে পাইকগাছার পার্শ্ববর্তী উপজেলা কয়রা ও আশাশুনি ফায়ার সার্ভিস স্টেশনে অবহিত করলেও পাইকগাছা থেকে পার্শ্ববর্তী উপজেলার দূরত্ব ৪০ থেকে ৫০ কি:মি হওয়া আসতে আসতে দুটি কাঠগোলা ও একটি আবাসিক বাড়ির কাঠের ঘর পুড়ে ভস্মীভূত হয়।
পাইকগাছার মঠবাটি গ্রামের জয় মা ফার্নিচারের মালিক প্রকাশ বাছাড় জানান,তার কোনদানি,জালিকাটা মেশিন মটর,রোডার,গ্রান্ডিং,ডিল মেশিন,দরজা-জানালা,শোকেজ, সোফা,আলমারি,মেহগনি,বাদাম,কাঁঠাল,নিম,শিরিষ,কাঠের তক্তা সহ ৪ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। মিজান ফার্নিচার এর মালিক মোঃ রফিকুল ইসলাম জানান, তার ঘরে অনেক টাকার কাঠ ও মেশিন ছিলো যার মূল্য আনুমানিক ২ লক্ষ টাকার অধিক যা পুড়ে ছাই হয়ে গেছে। বাড়ির মালিক রেজাউল হক জানান, তার একটি কাঠের ঘর পুড়ে ভস্মীভূত হয়ে গেছে সেখানে দেড় লাখ টাকার বেশী মালামাল পুড়ে গেছে। সাতক্ষীরার আশাশুনি ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল কালাম মোড়ল বলেন, আমরা রাত ২:১০মি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। রাত ৪ টার সময় পুরা আগুন নিয়ন্ত্রণে আসে।আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে পাইকগাছা থানার ওসি ওবাইদুর রহমান ঘটনাস্থলে আসেন এবং আগুন নিভাতে সংশ্লিষ্ট এলাকার জনগণকে সহযোগিতার আহ্বান জানান। পাইকগাছায় আগুন লাগার ঘটনা বাড়ছে, অগ্নিকাণ্ডে নিঃস্ব হচ্ছে অনেক মানুষ। তাই দ্রুত ফায়ার সার্ভিস স্টেশন বাস্তবায়ন করার দাবি করেছে ভুক্তভূগীরা।






মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৭ পরিবারের মাঝে চেক বিতরণ
নবপল্লব প্রকল্পের আওতায় মাছ চাষীদের মাঝে জৈব সার ও মাছের খাদ্য বিতরণ
নড়াইলের সুলতানমঞ্চে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
মাগুরায় বিজ্ঞান আন্দোলন মঞ্চের বিভিন্ন দাবিতে আলোচনা সভা
সামাজিক সুরক্ষা ব্যবস্থায় একীভূতকরণের ওপর গোলটেবিল আলোচনা সভা
আশাশুনিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান
আশাশুনির প্রাক্তন প্রধান শিক্ষক বুদ্ধদেব সরকার মারা গেছেন
মাগুরা জেলা আইন- শৃঙ্খলা কমিটির সভা
মাগুরায় গনপ্রকৌশল দিবসে র্যালি ও আলোচনা সভা
মাগুরায় সুজনের ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন 