শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

SW News24
শনিবার ● ৯ মার্চ ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » উন্নয়ন সংস্থা লিডার্স এর বার্ষিক পশ্চাদানুসরণ সম্পন্ন
প্রথম পাতা » আঞ্চলিক » উন্নয়ন সংস্থা লিডার্স এর বার্ষিক পশ্চাদানুসরণ সম্পন্ন
১৪১ বার পঠিত
শনিবার ● ৯ মার্চ ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উন্নয়ন সংস্থা লিডার্স এর বার্ষিক পশ্চাদানুসরণ সম্পন্ন

---

বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স এর আয়োজনে“ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড” এর আর্থিক সহযোগিতায় বার্ষিক পশ্চাদানুসরণ - ২০২৪ সম্পন্ন হয়েছে। ২০ ফেব্র“য়ারি ২০২৪ থেকে ২২ ফেব্র“য়ারি ২০২৪ খ্রী. পর্যন্ত বার্ষিক পশ্চাদানুসরণ অনুষ্ঠানটি কক্সবাজারে অনুষ্ঠিত হয়।

বার্ষিক পশ্চাদানুসরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লিডার্স এর সাধারন পরিষদের বর্তমান সদস্য এবং অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল ও লিডার্সের প্রাক্তন সভাপতি জনাব বিধুস্রবা মণ্ডল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাধারন পরিষদের সদস্য ও সহকারী অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ, কার্যনির্বাহী পরিষদের সদস্য, শিক্ষক ও সাংবাদিক রনজিৎ কুমার বর্মন, কোষাধ্যক্ষ সুজাতা রানী মিস্ত্রী, লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, লিডার্স এর সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং তাদের পরিবারবর্গ।

অনুষ্ঠানটি দুইটি ধাপে আয়োজন করা হয়। ১ম ধাপে ছিল লিডার্স এর বিভিন্ন প্রকল্পের বিস্তারিত আলোচনা, প্রকল্পের কার্যক্রম সম্পর্কে কুইজ প্রতিযোগিতা, আগার্মী অর্থ বছরের কর্ম-পরিকল্পনা প্রনয়ন, নাটক, র‌্যাফেল ড্র এবং ২য় ধাপে আলোচনা সভার শেষে ২০২৩ সালের সেরা কর্মীর হাতে  ক্রেস্ট ও সনদ প্রদান, পুরস্কার বিতরন এবং নৈশ ভোজ।  অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন লিডার্সের নির্বাহী পরিচালক জনাব মোহন কুমার মণ্ডল। তিনি রিট্রিট আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি বলেন লিডার্স সব সময় মানসম্মত কাজ করার চেষ্টা করে। উপক’লীয় এলাকার মানুষের অধিকার রক্ষায় লিডার্স সব সময় এলাকার মানুষের পাশে রয়েছে এবং থাকবে। তিনি আরও বলেন যে এই অনুষ্ঠানের মুল লক্ষ্য হচ্ছে ফেলে আসা ১ বছরের কাজের বর্ননা এবং আমাদের অর্জন ও কোন ভুল ত্র“টি থাকলে তা থেকে শিক্ষা গ্রহন করে সামনের কাজগুলো আরও ভাল করার চেষ্টা করা।

জনাব মানবেন্দ্র দেবনাথ তার বক্তব্যে বলেন যে লিডার্সের ২০২৩ সালে সব থেকে বড় অর্জন হল জায়েদ সাস্টেইন্যাবিলিটি পুরস্কার পাওয়া যার মাধ্যমে লিডার্সের কাজের সুনাম আনতর্জাতিক মহলেও প্রশংসিত হয়েছে। লিডার্স কাজের কোয়ালিটির দিক দিয়ে অন্য এন জি ওর থেকেও আরও ভালো করবে তিনি তার বক্তব্যে এই আশাবাদ ব্যক্ত করেন।জনাব রণজিৎ কুমার বর্মন বলেন লিডার্সের সুনাম আজ শুধু সাতক্ষীরার মধ্যে সীমাবদ্ধ নেই এর সুনাম জাতীয় থেকে আন্তর্জাতিক পর্যায়েও ছড়িয়ে পড়েছে। তিনি লিডার্সের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি লিডার্স এর সেরা কর্মী ২০২৩ মোঃ রায়হান কবিরকে পুরষ্কার এবং সনদ হাতে তুলে দেন। আর গত বছরের কাজের উপর কুইজ প্রতিযোগিতা হয় এবং কুইজ এ সেরা ৫ জনকে পুরষ্কার বিতরণ করা হয় । এছাড়া র‌্যাফেল ড্র এর ৮ জনকে পুরষ্কৃত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,“ আমি লিডার্স এর বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে খুবই আনন্দিত। লিডার্স সকল কাজে আমরা সম্পৃত্ত ছিলাম এবং ভবিষ্যতে ও থাকব। লিডার্স হতদরিদ্র মানুষের উন্নয়নে যে কাজ গুলি করছে সত্যিই তা প্রশংসার দাবিদার। লিডার্স ভালো কাজের মাধ্যমে আরও এগিয়ে যাবে এই প্রত্যশা করি। এছাড়া ও কক্সবাজারে পরিবেশ সুন্দর রাখার অংশ হিসাবে বিচ ক্লিনিং ও তাপমাত্রা ১.৫ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে রাখার আহবান জানিয়ে একটি মানববন্ধনের আয়োজন করা হয়।





আঞ্চলিক এর আরও খবর

শ্যামনগরে লিডার্স এর আয়োজনে কারাতে প্রশিক্ষণের সমাপনী শ্যামনগরে লিডার্স এর আয়োজনে কারাতে প্রশিক্ষণের সমাপনী
শ্যামনগরে এনগেজ প্রকল্পের অধীনে এ্যাডভোকেসি এবং লবি বিষয়ে প্রশিক্ষণ শ্যামনগরে এনগেজ প্রকল্পের অধীনে এ্যাডভোকেসি এবং লবি বিষয়ে প্রশিক্ষণ
মাগুরা জেলা ক্রীড়া কর্মকর্তা অনামিকা দাসের মৃত্যু মাগুরা জেলা ক্রীড়া কর্মকর্তা অনামিকা দাসের মৃত্যু
পাইকগাছায় ইট বোঝাই ট্রাকের ভারে কালভার্ট ভেঙ্গে খালে ;দুর্ভোগে এলাকাবাসী পাইকগাছায় ইট বোঝাই ট্রাকের ভারে কালভার্ট ভেঙ্গে খালে ;দুর্ভোগে এলাকাবাসী
নড়াইলে ভিডিপি অ্যাডভান্সড প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত নড়াইলে ভিডিপি অ্যাডভান্সড প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত
বিচার বিভাগের সহায়ক কর্মচারীদের ন্যায্য দাবিতে মাগুরায় কর্মবিরতি পালন বিচার বিভাগের সহায়ক কর্মচারীদের ন্যায্য দাবিতে মাগুরায় কর্মবিরতি পালন
পাইকগাছায় নানা কর্মসূচিতে মহান মে দিবস পালিত পাইকগাছায় নানা কর্মসূচিতে মহান মে দিবস পালিত
মাগুরায় নানা কর্মসূচিতে মহান মে দিবস পালিত মাগুরায় নানা কর্মসূচিতে মহান মে দিবস পালিত
খুলনায় মহান মে দিবস পালিত খুলনায় মহান মে দিবস পালিত
পাইকগাছায় আইনজীবী সহকারী সমিতির নির্বাচনে সভাপতি বিমল; সম্পাদক  মহানন্দ পাইকগাছায় আইনজীবী সহকারী সমিতির নির্বাচনে সভাপতি বিমল; সম্পাদক মহানন্দ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)